কবি ভূবন বন্দোপাধ্যায়
Spread the love

ঋতুরাজ
ভুবন বন্দ্যোপাধ্যায়

অবশেষে ধরা পরে
এল ঋতুরাজ,
নানা ফুলে চারিদিক
ভরে গেল আজ ।

দখিণ বাতাস বয়
আমের মুকুল,
লজ্জায় রাঙা হয়
পলাশ শিমুল ।

কিচিমিচি করে ওই
পাখি সব বনে,
কোথা পেল ওরা সব
এত খুশি মনে ?

রঙ মেখে প্রজাপতি
আসে আর যায়,
গুন গুন করে অলি
কত গান গায় ।

মন বলে যাও ছুটে
প্রকৃতি যে ডাকে,
এমন দিনে কি আর
কেউ ঘরে থাকে ?
______

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact for Advertisers, Readers and Writers : email: info@kabyapot.com Whatsapp: 8240042145