স্বস্তি
নীরেশ দেবনাথ

স্বস্তি পাওয়ার আশায় ব্যাকুল
সবাই মনে প্রাণে,
মনের ঘরেই স্বস্তি থাকে
অতি কোমল স্থানে।
শান্তির চেয়ে স্বস্তি ভালো
এ তো সত্যি কথা,
স্বস্তির মূলে শান্তি থাকে
এটিও বাস্তবতা।
দুঃখে-কষ্টে, ব্যাথা-বেদনায়
মন হলে জেরবার,
কেমন করে আসবে শান্তি
চারিদিক অন্ধকার।
বহু সাধ্য সাধনায় যখন
শান্তি মনে আসে ,
স্বস্তিও সোনামুখ করে তখন
আসতে ভালবাসে।
মনের ঘরে স্বস্তি এলে
বুক ভরা নিঃশ্বাস
জানিয়ে দেয় তার প্রতি
মনের কত বিশ্বাস!
হাত-পা ছড়িয়ে নিশ্চিন্ত মনে
বিশ্রাম নেয় মন,
আর কোনরূপ দুর্ভাবনা
নেই যে অকারণ!
শান্তির বুকে স্বস্তি আছে,
স্বস্তির বুকে শান্তি,
শান্তি থাকলে মনের ভেতর
দূর হয় ভুলভ্রান্তি।
স্বস্তির সুখেতে মনের যখন
চক্ষু মুদে আসে,
হালকা মন নভতলে তখন
ডানা মেলে ভাসে।
সুখ শান্তি আনন্দ খুশি
কোন কিছুই রয় না,
স্বস্তির চেয়ে বড় স্বস্তি
আর তো কিছু হয় না।
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice