দু চার লাইন****সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রতি শ্রদ্ধাঞ্জলিতে****
বিশের বছর বিষে বিষেই ভরা কত জ্ঞানী,গুনী হলেন গত, মানবজীবন ফুরিয়ে যাওয়াই রীতি, পড়ে থাকে বিষন্নতার ক্ষত।
একে একে নিভলো কিছু তারা তুমিও গেলে তাদের পিছে পিছে, দানের ভাঁড়ার শূন্য হবার নয় বরং সে সব হিসাব করাই মিছে।
দেহ তোমার মুক্তি পেলো আজ অমরত্ব রইলো ধরায় পড়ে, দিনের মাঝে রাতের তারা হয়েই থাকবে তুমি বাঙালির ঘরে ঘরে।।
কবি বন্দনা কুন্ডুর ” দু চার লাইন… সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি ” লেখাটি সরল নিয়মে একটা স্বচ্ছ ছোট আকারের পদ্য, কিন্তু উপাদেয় ! কবির থেকে অনেক পরিশ্রমী লেখা পাঠক হিসেবে আশা করি !
— ঋদেনদিক মিত্রো
( Ridendick Mitro )
পেশা : ইংরেজি ও বাংলা ভাষার কবি –
সাহিত্যিক -গীতিকার