Spread the love

।।সিঁদুর খেলা।।

মানসী ঘোষ

আগের পুজোতে দেখলাম ” টাইমস অফ ইন্ডিয়া “র শিরোনামে,
” সিঁদুর খেলার রং বদল”।
অংশীদার হয়েছেন এয়ো স্ত্রী থেকে আরো অনেকে।
বিধবাদের নিমন্ত্রণ জানানো হয়েছে এই খেলাতে।
ভাবছো এও কি হয়?
তৃতীয় লিঙ্গ,যৌনকর্মী,সবাই সামিল হয়েছে এই মহাযজ্ঞে।
হয়েছে সিঁদুর খেলা,এই বাংলায় ,এক মহাজাগরণে।
সিঁদুর হাতে সধবা,কপাল এগিয়ে দিলেন বিধবা।
লাল সিঁদুর এ রাঙালো তাঁর কপাল।
প্রাণভরা বিজয়ার হাসি,মুহূর্ত জানে সেই পরম পাওয়ার কথা।প্রচার মাধ্যম সাক্ষী,
যখন তৃতীয় লিঙ্গ আমিনা , সধবার কপালে এক চিলতে সিঁদুর ঠেকিয়ে বললো, “যা, আজ থেকে তুই আমার বন্ধু “।
পৈত্রিশে পা,বিধবা সিদ্দিকীর কপালে লাল রঙের সিঁদুর মাখিয়ে মিথিলা বললো, ” দেখবে,রাতে অন্ধকার কেমন লাগে ?”
আমার পাশের শিমুল যখন বলে উঠলো,”এক মুঠো সিঁদুর ঢালো মাথার ওপরে, তোমার ওপরে,আমার ওপরে,পারিজাত ওপরে,পারভীনের ওপরে,বাগদি পিসির ওপরে,দুর্গার ওপরে।”
আমি বলে উঠলাম, “আমাকে দাও তোমাদের সিঁদুর,আমরা উজাড় করে মাখি সকলে।আমাদের দেহ হোক লালবর্ণ, মনটুকু হোক সাদা
।খোঁপার একদিকে থাকুক লাল পলাশ,অন্যদিকে কাঠমল্লিকা।”
আমি,সোনাগাছির রাবেয়া, সোমনাথ,পাশের পাড়ার বিধবা পিসি একসাথে দেবী বরণ করলাম।
পান দিয়ে মুখ মুছিয়ে মুখে দিলাম মিষ্টান্ন।তারপর হাতে হাত রেখে মাকে ঘিরে বলে উঠলাম, —“আমরা সাহসী নারী,আমরা দেবী দূর্গা।আমাদের কোনো অতীত নেই,আছে শুধু বর্তমান,আছে ভবিষ্যত।আমরা সিঁদুর খেলবো আবার,
আসবো আবার ফিরে ফিরে,প্রতি বছর, প্রতিক্ষণে ।লাল রং মাখব গালে,সিঁদুর হয়ে উঠবে আমার ,পারুলের,মহিরুলের এক উজ্জ্বল ভবিষ্যত।”
আমরা গেয়ে উঠলাম , “মিলে সুর মেরা তুমহারা,সুর বনে হামারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *