Spread the love
পরাণের তোর্সা 
 

              

কুচবিহারের তোর্সা নদী
নাওয়োতে পারাপার কতো হিদি-হুদি !
নদীর উপরাত রেলের পুল
ভরা বাইস‍্যাত মনের খুলবুল।
পাহাড় থাকি আইসে
তোর্সা শাসনে-গর্জনে….
ভাবিলে ভয় নাগে মনে মনে ৷
বন্যায় বন্যায় ভাঙ্গে কত ঘর-বাড়ি !
আদানুটি পশু-পয়াল আর নর-নারী!
তোর্সা হৈল পুরুষ নদী !
আরো কত ক্ষয়ক্ষতি করে হিদি-হুদি !
আজিও একে আছে  তোর্সা নদী!
দুই পাড়ে জল খায় কত পশুপক্ষী !
জলত আঁকায় ছবি জোসনা সোনালী !
মাছুয়ায় মারে  নানান মাছ, আরো বৈরালি ৷
এ্যলাঙ নদী করে আদর কতো !
হিয়া ভরা ভাওয়াইয়ার সুরের মতো !
দুই পাড়ে তপ্ত বালাবাড়ী মরীচিকা !
তোর্সা পাড়ের তরমুজের আগে,
সব যে ফিকা !
নদীতে গাও ধোয় পথিক,
দেহা ঠান্ডা করি..
পাড়তে বসিয়া খায় তরমুজ 
 অন্তর ভরি৷৷
                      —————————-
                                           -by Saibani Barman_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *