সমর্পণ
ডাঃ উৎপল দাস
কুলটিকরী
*************
সমর্পণে আদুরে নদী গলে জল
তোমার ছোঁয়া পেয়ে হৈমন্তী ধান তখন যুবতী
তার উপচে পড়া মধু চেখে বাতাসের খুনসুটি
নাড়ি ছেঁড়া ফসলের অব্যক্ত রক্তপাত
খুঁজে ফেরে কৃষকের রোজনামচা।
এখানে তোমার প্রতীক্ষায় গড়িয়াহাটার বিকেল
কনে দেখা আলোয় রেলিংয়ের মনখারাপ
ফুটবো না ফুটবো না ভেবেও যে কটা বোগেনভিলাস
তোমার কুর্তি জুড়ে ফুটে ওঠে, তাতে সারাদিনের ক্লান্তি গায়েব
তোমাকে টানছে তখন লক্ষ্মীকান্তপুর লোকাল।
তারপর সন্ধ্যে হয়, বর্ষায় জমে ওঠে চোলাইয়ের ঠেক
একবুক জ্যোৎস্না নামে গলা থেকে উদরে আমার
তোমার ক্ষয়ে যাওয়া আঙুল জড়িয়ে শুয়ে
সমর্পণে নিবেদনে রাত জাগে অভাবী সংসার।।
****************************************
কবি পরিচিতি :
ডাঃ উৎপল দাস,
জন্ম 1974 সালের 2 রা জুলাই, জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম কুলটিকরী এর বাসিন্দা। পেশাগত ভাবে প্রাণী চিকিৎসক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগে কর্মরত। কবিতা পড়তে খুব ভালোবাসেন । সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা করা উনার নেশা। খুব জটিল ভাবে কবিতা বুঝেন না। মানুষের কথা বলে যে কাব্য উনি তার আপামর ভক্ত। প্রথম কবিতা লেখা শুরু 1986 সালে, সপ্তম শ্রেণিতে পড়ার সময়। প্রিয় কবি রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ভট্টাচার্য। আর বর্তমানে জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, শ্রীজাত, শক্তি চট্টোপাধ্যায়, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তসলিমা নাসরিন। কবিতার প্রতি ভালোবাসা থেকে ধনুক বলে একটি পত্রিকা সম্পাদনা করেন যার প্রথম সংখ্যার প্রকাশ ঘটবে ২৪ শে জুলাই ২০২২।ভালো কবিতা পড়তে চান, মানুষের জন্য কথা বলা কবিতা লিখতে চান।