শূন্য
নিমাই চন্দ্র হালদার
অদম্য অনন্য প্রয়াস….
নদী থেকে বিস্তীর্ণ সাগর….
সাগর হ’তে মহাসাগর পাড়ি….
মহাসাগর হ’তে শিখরাভিযান….
ক্রমশই…. ধাবমান….
শিখর হ’তে মহাশিখর পদার্পণ….
শূন্য ছাড়িয়ে মহাশূন্য ভেদ….
বিশ্ব-পরিক্রমার সমাপ্তি।।
নব-আঙ্গিকে, —- মহাবিশ্বের আলাপন
হাজারো অজানা নব-অধ্যায় সূচনাঃ
বাস্তব! —- না কল্পলোক!!
স্তব্ধ,নির্বাক —- কোন এক ‘মহা-জ্যোতি’!
কে কা’কে হার মানায়!!
আছে কি উত্তর….????