Spread the love

*** বিভাগ = শিশুতোষ ছড়া ***
শিরোনাম = খোকন সোনা
কলমে = দীনবন্ধু দাস

কাঁদিস না রে           ছোট্ট খোকা
     দেখরে নয়ন            মেলে,
বাঁশ বাগানে              ভূতের রাজা
     ধরবে তোকে            গেলে ।
বড়ো বড়ো                চোখ দেখিয়ে
      বলবে নাকের            সুরে,
আয়রে খোকা            আমার কাছে
     খাবো ঘাড়টি              মুড়ে ।
আবার কেনো             কাঁদিস রে তুই
      ভয় কি পেলি            নাকি,
এখনো তো                  মজার গল্প
       আছে অনেক           বাকি ।
জানিস, দেখতে            কেমন পরী
       শুনলে পাবে             হাসি,
খোলা চুলে                    নৃত্য করে
        বাজায় শুধু             বাঁশি ।
ছোট্ট ছেলে                   দেখতে পেলে
         নেয় গো কোলে       তুলে,
আকাশ পথে                  যায় যে উড়ে
          তাদেরই ওই           কুলে ।
গান শুনিয়ে                    তুক দেখিয়ে
         রাখবে বুকের          মাঝে,
তখন কি আর                 পড়বে মনে
         আমায় সকাল         সাঁঝে ।
কি হলো তোর               ধরলি কেনো
         মুখটা আমার          চেপে,
মাকে ছেড়ে                    থাকার ভয়ে
         উঠলি কেনো          কেঁপে ।
ওরে আমার                    দুষ্টু ছেলে
          আছিস হৃদয়          জুড়ে,
পারবেনা কেউ                কেড়ে নিয়ে
         যেতে অনেক            দূরে ।।।

        ×××××××××××××××××

# পরিচিতি #

কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস, মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা ।
শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয়  বর্ষ)
পেশায়:- শিক্ষক ( গৃহ )
***অনুপ্রেরণা ***
তিনি তাঁর ঠাকুরদা শ্রী হারাধন দাস- এর নিকট হইতে সাহিত্য সৃষ্টিতে অনুপ্রেরণা লাভ করেন। তাঁর ঠাকুরদা দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করেন। তিনি একজন বড়ো লেখক না হলেও, তিনি তাঁর কাছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের  সমান।

– কবি ছোট থেকেই লিখতে, বাগান করতে, , গান গাইতে, গান লিখতে এবং পশু পক্ষীদের খাদ্য প্রদান ও পরিচর্যাও করতে  ভালোবাসেন। আর তাঁর লেখা গান গুলি তাঁর বোনের গলায় তা প্রকাশ পায়।এই নিয়েই তাঁর আনন্দে দিন কেটে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *