Spread the love
অনুগল্প : শেষ দিন
🌱🌱🌱

শিবব্রত গুহ
🌱🌱🌱🌱

আজ আমার ডির্ভোসটা হয়েই গেল। আজ আমি
গিয়েছিলাম আমার ছোট বোন দীপশিখাকে
নিয়ে কোর্টে। অভিজিৎ এসেছিল সেই
নীল শার্টটা পরে। দারুন লাগছিল ওকে।
আমার বাড়ীতে যেদিন আমাকে প্রথম
দেখতে এসেছিল অভিজিৎ, সেদিন কিন্তু
এই নীল শার্টটাই ও পরেছিল। প্রথম দেখাতেই
ওকে আমার ভালো লেগেছিল। তাছাড়া, ও
দেখতে শুনতে খুব ভালো। তারওপর
সরকারী চাকুরী করে। তাই, আমার দেখাশুনা
করে বিয়েটা হয়েই গেল সাততাড়াতাড়ি অভিজিতের সাথে। আমার আর বাংলায়
এম.এ. টা করা হলোনা।
ছোটবেলা থেকেই আমি বড় অভিমানী মেয়ে।
এবাবা, আমার নামটা তো বলতে ভুলেই গেছি।
আমার নাম হল সোনিয়া পাল। আমার স্বাভিমান
জ্ঞানটা আবার অন্য মেয়েদের থেকে অনেক
বেশি। সবকিছু আমি মেনে নিতে পারিনা।
বিদ্রোহের আগুন সবসময় জ্বলে আমার
ভেতরে। চোখের সামনে অন্যায় ঘটতে দেখলে
আমি চুপ করে থাকতে পারিনা। অন্যায়ের
প্রতিবাদ করি সদর্পে।
বিয়ের পর, একটা মাস কাটলো ভালোই। আমি তখন অভিজিতকে চোখে হারাই। আমার মন
প্রাণ জুড়ে শুধু আমার পতিদেব অভিজিত।
কিন্তু, মানুষ ভাবে এক, আর ঘটে অন্য কিছু।
অভিজিতকে আমি ঠিক চিনতে পারিনি।
সেদিনটা ছিল শনিবার। আমি তখন
বাপেরবাড়ীতে। আমার আসার কথা ছিল
রবিবার। কিন্তু, অভিজিতকে সারপ্রাইজ
দেব বলে আমি হঠাৎ করে শ্বশুরবাড়ীতে
এসে হাজির হই।
সেদিন, সন্ধ্যাবেলায়, আমি যা দেখলাম,
হায় ভগবান, তার জন্য আমি একদম
প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম,
আমার বিছানায় অভিজিতকে ওর
একমাত্র বিধবা বৌদির সাথে আপত্তিজনক
অবস্থায়। আমার মাথাটা ঘুরে গেল।
আমি রাগে চিৎকার করে উঠলাম।
এক চড় কষালাম অভিজিতের গালে।
তারপর, চলে এলাম ওই বাড়ী থেকে
চিরদিনের মতো।
অভিজিত আমাকে অনেক বোঝানোর চেষ্টা
করেছিল। কিন্তু, আমি শুনিনি। আমি ব্যভিচার
একদম সহ্য করতে পারিনা। যারা ব্যভিচার
করে তাদের আমি ঘেন্না করি। ডিভোর্সটা
আনঅফিসিয়ালি সেদিনই হয়েছিল
আমাদের মধ্যে। কেন অভিজিত আমার
সাথে এরকম করলো? কেন? কেন?
আমার মধ্যে কি কোন কিছু কম ছিল?
যেটা ও পেত ওর বৌদির থেকে?
কোন উত্তর পাইনি।
আসলে এর আগে আমার জীবনে কোন
পুরুষ আসেনি,অভিজিতই প্রথম। অনেক স্বপ্ন
দেখেছিলাম আমি অভিজিতকে নিয়ে। সব
স্বপ্ন গেল ভেঙে। আমি তো চেয়েছিলাম,
অভিজিতের সাথে সুখে সংসার করতে।
কিন্তু, তা আর হল কই! অভিজিতের
সাথে আজ আমার অফিসিয়ালি বিয়ের
শেষ দিন। কান্নায় আমার দুচোখ ভেঙে
আসছে। আচ্ছা, বলুন তো, আপনারা,
আমি কি ঠিক করলাম অভিজিতকে
ডির্ভোসটা দিয়ে? সত্যিই কি ঠিক করলাম? বলুন না আপনারা প্লীজ বলুন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *