Spread the love

কবিতা : শঙ্খ কবি শঙ্খ ঘোষ 
   (5 ফেব্রুয়ারী 1932 – 21 এপ্রিল 2021) 
   —————————————- 
    — ঋদেনদিক মিত্রো

শঙ্খ ঘোষ, কবি,  ঘুমিয়ে পড়েছ — 
     রেখে তো  গিয়েছ ধী-শঙ্খ,
শব্দদের নিয়ে কী খেলা গড়েছ —
     চিন্তা, অনুভবে নেই অন্ত!

কে আর আছে কোথা লিখতে পারবে —
     তোমার “বাবরের প্রার্থনা”,
সে-স্বরে বাঙালি জাগছে,  জাগবে,
     আঁধারে বিপদে —- শান্তনা :—

“এই তো জানু পেতে বসেছি, পশ্চিম, 
     আজ বসন্তের শূন্য হাত, 
ধ্বংস করে দাও আমাকে যদি চাও, 
     আমার সন্ততি স্বপ্নে থাক!…”
    
 
একেই বলে কবি ঝড়ের পূর্ণতা, 
     তেমনি কবি তুমি শঙ্খ ঘোষ,
জীবন মানে হলো বিরাট শূন্যতা,
     শব্দে চেতনায় কী আক্রোশ! 

তুমি কী সুগভীর অমোঘ সুন্দর,
     শব্দে-শব্দে কী তর্পন,
বাঙালি কাঁপলো জাগলো বিস্তর,
     যায়না খুলে বলা সে-বর্ণন,

শিক্ষাবিদ আর কবির মর্যাদা —
     এ দুটো জোটে কার একত্রে,
তুমি তা পেয়েছিলে শৃঙ্গ-উচ্চতা,
     বাঙালি-হৃদয়ের গুরুত্বে!

একার মতো তুমি ছিলে তো সুনিবিড়,
     বইয়ের সঙ্গেই জীবন-বাস,
সাগর-তলা সম অতীব ধীর স্থির,
     অক্ষরের প্রতি কী বিশ্বাস!

শান্ত হয়ে কথা বলতে তুমি যে,
     গাছের শাখা সম আনত মৌন,
আবার কখনো বা মহতী বিদ্রোহে —
     মিছিলে যোদ্ধা তীব্র সৌম্য!

তোমার মৃত্যু — হলো কে বলবে! —
     তোমার সৃষ্টি সমাধি হবে না,
আঁধারে জ্বলবে, চলছে,  চলবে —
     তোমারি ভাষাতে আমরা ফেলি পা!

তোমার মৃত্যুর মিছিলে আমরা —
     প্রধানমন্ত্রীও অশ্রুময়,
ছিলে তো বাঙালি, কী জ্ঞানে ছিলে ভরা!
     করতে পেরেছিলে ভারত-জয়!

শঙ্খ এমোনি, বাজলে তুড়ে যায়,
     জাগায় মাটি থেকে মরুৎ, ব্যোম,
তোমার মৃত্যুও তেমোনি উড়ে যায়, 
     অশ্রু ভেসে যায় বাঙালি মন! 

কত কী যুদ্ধ — জীবন-পরিক্রমা,
     কত কি ইতিহাস ঘুমালো শুদ্ধ,
তুমি তো সেই কবি, কত কী আলো জমা,
     মনন-সাধনায় প্রগতি-বুদ্ধ!
   
    ———————————————- 
          ( Writing : 22 April 2021)

   [ A Bengali poem : Shankha Kabi Sankha Ghosh, i.e. A conch poet Shankha Ghosh (A tribute to Poet Shankha Ghosh ),  by Ridendick Mitro ] 

SHANKHA GHOSH  ( 5 February 1932 Chandpur District, now Bangladesh — 21 March 2021, Kolkata, ) by profession a poet, essayist, critic and a legend Professor,  expert in Rabindranath Tagore’s (Nobel Laureate in 1913 For Geetanjali ) literature, died by Corona attacked at the age of 99. He received Rabindra Puraskar,  Indian ( Bharatiyo) Sahityo Academy,  Jnanpith Award, Padma Bhushan Etc. He also got many leading ranks in the literature-world. 

ঋদেনদিক মিত্রো (Ridendick Mitro) পেশায় কবি-ঔপন্যাসিক-গীতিকার-নিবন্ধকার-সমালোচক, (ইংরেজি ও বাংলা ভাষায় পৃথকভাবে), একটি বিশ্বজাতীয় সংগীত ”  World anthem — we are the citizen of the earth, ” ও  “Corona anthem 2020 official bengali song “(আগ্রাসনের নেশার সাথে হিংসা সীমাছাড়া) প্রভৃতি বিশেষ ধরণের সংগীতের রচয়িতা,  2020 পর্যন্ত বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় কুড়িটি. কলকাতা, ভারত.

বিঃদ্রঃ –  “শঙ্খ কবি শঙ্খ ঘোষ ” কবিতাটিতে কবি শঙ্খ ঘোষ এর “বাবরের প্রার্থনা ” কাব্য গ্রন্থের নাম কবিতা “বাবরের প্রার্থনা”  -এর প্রথম চারটি লাইন এই কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছে —” এই তো জানু পেতে বসেছি,  পশ্চিম,  —- আমার সন্ততি স্বপ্নে থাক… ” পর্যন্ত — কবি  শঙ্খ ঘোষ এর বিশেষ ধরণের অনুভূতি প্রকাশ করার জন্য.
                                   🙏
সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষকে বিশেষ শ্রদ্ধা জানাতে এই কবিতাটি যেকোনো পত্রিকা,  মুদ্রিত বা ইলেকট্রনিক,  পুনঃ প্রকাশ করতে পারে, — এই নিয়ে কবিতাটির কবি ও kabyapot.com  এর সম্পাদক, দুজনের সম্মতি রয়েছে, শুধু কবিকে জানানো অনিবার্য কোথায় কবিতাটি কবে বেরুচ্ছে ও বেরুলো. এবং পুনঃ মুদ্রণের আগে কবিকে তা জানানো প্রয়োজন ও দায়িত্ব, এটাই অনুরোধ কবি!

                  Editor : kabyapot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *