Spread the love

প্রিয় চর নাজিমুদ্দিন
🌱🌱🌱🌱🌱🌱🌱

রেহানা চৌধুরী
🌱🌱🌱🌱🌱🌱
চরফ্যাশনের চরমাদ্রাজের
চর নাজিমুদ্দিন গাঁও,
তোমরা যদি দু’চোখ ভ’রে
দেখতে সবে চাও?
চরফ্যাশনে এসে একটু
আমার ছোট্ট এই গাঁ
বিজিট করে যাও?
সবুজ ছায়া বটের মায়া
শিশুরা করছে কতো খেলা,
ওদের মাঝ খুঁজে পাই
হারানো সেই ছেলেবেলা।
বটতলাতে বসে দাদু কতো
গল্প সুনাতেন এই গাঁয়,
মধুর মধুর স্মৃতি গাঁথা গ্রামের
মায়ায় মনভরে যায়,
এই গায়ে এখনো থাকেন
আমার মমতা ময়ী মায়।
ছেলে বেলার খেলার সাথীরা
এখন মাঠে করে চাষ,
রোধ বাদলে কাজের মাঝে
তাদের কাটায় বারো মাস।
বাড়ি থেকে স্কুলে যেতাম
সবাই দলেবলে,
হারানো স্মৃতি মনের মাঝে
আজো সেইসব কথা বলে।
আদর্শলিপি দিয়ে
হাতেখড়ির প্রথম বুলি,
দৌড় ঝাপ দিতাম কতো
চুলের বেনী খুলী,
রানী খেলতে যাবি?
ডাকতো সদায় বুলবুলি।
বার্ষার কালে সবাইমিলে
বড়সী দিয়ে মছধরতে
হইতো দারুন মজা,
বৃষ্টি ভিজে ঘরে এলে
পেতাম কতো সাজা।
নতুন বইয়ের গন্ধে মন
হারিয়ে যেতাে কই?
এইগাঁয়ে থাকে আমার
ছেলেবেলার সঁই।
এক সাথে শিখে
ছিলাম আমরা,
দুজনে এক-ই সুরে অ-আ,
একসাথে পড়েছিলাম
পাড়তাম যা?
প্রিয় আমার গাঁ তোকে
অনেক ভালোবাসি,
এই গাঁয়ে আছে আমার
মায়ের মুখের হাঁসি,
তাইতো আমি সুযগ ফেলেই
নীড়ে ফিরে আসি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *