Spread the love

*** কামনা ***

( রম্যরচনা )

*** সুজিত চট্টোপাধ্যায় ***

এখন আখের গুছোবার জমানা। ভোগকরো, আসক্তি মিটিয়ে নাও। নেতা হও। ক্ষমতা দেখাও। ল্যাং মারো। তোষামোদ করো। কেলেংকারীতে জড়িয়ে যাও। ইডি তলব করুক। দল বদলু হও। ব্রেকিং নিউজ হও।

অনেষ্টি ইজ দ্যা বেষ্ট পলেসি। গুষ্ঠিরপিন্ডি।

বউয়ের অচ্ছেদা, আত্মিয়ের অবহেলা, একদিন জীবন ঘড়ির টিকটিক ষ্টপ। কাঁচের গাড়িতে চিৎ হয়ে শুয়ে, মহাপ্রস্থানের পথে।

মরেও কি ছাই রেহাই আছে । যে কটাদিন জীবিত ছিলে, তিরস্কার আর তিরস্কার। জীবন তো নয় ধিক্কারের ডাষ্টবিন। ওয়েষ্ট পেপার বক্স। ব্যর্থতার সংগ্রহশালা। সমালোচনার পাত্র।

লাইফ টাইম পার্টনারের নির্মম কথন,,,,,,,,,

“” সারাটা জীবন শুধু ঘানি টেনে গেল। তেল বেরুলো না এক ছিটেও। বোকার হদ্দ। বুদ্ধি বলে তো ঘিলু তে কিছু ছিল না। খালি জেদ ছিল।

কি?  না , অনেষ্টি। অনেষ্টি ধুয়ে জল খাবে?  দুরদুর বেঁচে থাকতে বোঝাতে পারলুম না এখন আক্ষেপ করে কি হবে। যাও, ফারনেসে ঢোকো। যতসব।

অনেষ্টির দোহাই দিয়ে আঁটি চুষতে চুষতে লাইফ হেল হয়ে যাবে। নো রিস্ক নো গেইন। কাটমানি যদি না খেলে তবে খেলে কি, আলুপোস্ত?

স্ক্যান্ডেলিং ছাড়া জীবনের কোনও চার্ম নেই। সমাজে যদি প্রতিষ্ঠা চাও, কেলেংকারী তে জড়াও, ফষ্টিনষ্টি করো, জীবনের সপ্ততারে বসন্তবাহারের সুর তোলো। লাইফ ইজ বেড অব রোজ। সিলভার টনিক ইজ বেষ্ট ভিটামিন টনিক।

এই চেকনাই কোথায় পেলে দাদা? বিলাসবহুল ফ্ল্যাট, আয়েশি গাড়ি, ককটেল পার্টি।

এইতো জীবন। আহা, কি সুখ কি সুখ।

চিত্রগুপ্তের জাবদা খাতায় কি ব্ল্যাক স্পট পড়ে গেল? ,,,,,,,, ড্যাম ইওর কুসংস্কার। ফালতু গপ্পো।

তবুও মনের মাঝে থেকে থেকেই কে যেন কু গাইছে। বিবেক কাছা ধরে টানছে।

আরামকেদারায় হেলান দিয়ে চোখ বুঁজে স্মৃতি মন্থন করছে এ যুগের শাজাহান।

অদূরে তার আগামী প্রজন্ম মিটিমিটি হাসছে আর মনের চাকুতে শান দিচ্ছে। বুড়ো টাঁসলেই সব আমার, সব আমার।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *