Spread the love

কবিতা

                     মুক্তিসূর্য
              সেখ আব্দুল মান্নান

*****************************

পুণ্য তিথিতে  আজ আবেগ মথিত দেশবাসী
রথী মহারথীরা শশব্যস্ত একশ পঁচিশের প্রভাতে,
কে করিবে দান আত্মবলিদান যেন
দুর্দম দ্বৈরথ আপন মৌরসীপাট্টা কায়েম রাখতে।

বিক্রম পরাক্রমের বাক্যবাণে জর্জরিত
তোমার গরিমা হীন ধর্মের সুরসুরিতে
বিভক্ত করার ব্যর্থ প্রয়াস
তোমার জ্যোতি বিছিয়েছিলে ভারতভূমে
একসূত্রে বেধে দিতে সহস্র জীবন।

লাখ বর্ণহীন সন্তানের আত্মবলিদানে
করেছ পদদলিত পরাধীনতার গ্লানি
দেশমায়ের চরণ চুমি এনেছো নতুন ভোর
গেয়েছো সাম্যের জয়গান জয় হিন্দ।

জন্মালেই মরিতে হবে অমর কে কোথা কবে’র
মিথ ভেঙে তুমি করেছ খান খান,
ভারতমায়ের বৃটিশ-শৃঙ্খল মুক্ত করে
নিয়তিকেও পরাস্ত করে হয়েছ অমর ।

সহস্র দেশবাসীর মুখে হাসি ফুটিয়ে
আজও নিজেকে রেখেছ অদৃশ্য অপশৃয়মান,
দীপ্যমান রেখেছে তোমার অম্লান ঐশ্বর্য
পরিশুদ্ধ করতে বিষাক্ত বাতাস তোমার আলোকে।

স্বাধীনতার নামে পরাধীনতার মায়াজালে
তোমার অন্তর্ধান রহস্য আজও অজ্ঞাত,
হতভাগ্য দেশবাসীর হৃদয়ে স্বাধীনতার ওম
জ্বালিয়ে রাখতে বিকিরণ করে চলেছে
তোমার অকৃপণ সৌর্য বীর্য।

কবি সেখ আব্দুল মান্নান


____________________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *