Spread the love

মাতৃভাষা মাটির ভাষা
সেকেন্দার আলি সেখ

মাতৃভাষা মাটির ভাষা লুকিয়ে থাকা প্রেমের গীত
মাতৃভাষা দেশকে চেনায় একটা জাতির শক্ত ভিত
মাতৃভাষা মধুর ভাষা  দুঃখ-সুখের নাড়ির টান
মাতৃভাষা বাংলা ভাষা কাব্য কবিতা -দেশের গান l

মাতৃভাষা শিশুর কানে মায়ের দেওয়া অধিকার
মাতৃভাষা একুশে আবেগ শহীদ স্মরণ বার-বার 🤾‍♀️
মাতৃভাষা লড়াই শেখায় মাতৃভূমির মেটায় ঋণ
মাতৃভাষা বিলিয়ে জান এনেছে শহীদ সুখের দিন l

মাতৃভাষা  পড়লে কানে বেজে ওঠে মাটির স্বাদ
মাতৃভাষা জোয়ার তোলে খুশিতে ভাঙে মনের বাঁধ
মাতৃভাষা মায়ের ভাষা কান্না হাসির জাল বোনে
মাতৃভাষা বুকের আগুন প্রভাতফেরি  সেই টানে l

মাতৃভাষা পাখির বুকে শিশুর সুখে দেয় দোলা
মাতৃভাষা ঋণের হিসাব পাকসেনাদের গুলি-গোলা
মাতৃভাষা রক্ত- ধারায় শত্রু দেখে করো আঘাত
মাতৃভাষা একুশে লড়াই তরুণ মনের প্রতিঘাত l

মাতৃভাষা এনেছে একুশ সবার প্রাণে আত্মত্যাগ
মাতৃভাষা মায়ের আশিস সূর্য-আলোর সাতটা রাগ
মাতৃভাষা রক্তে ধোয়া শহীদ ভায়ের সব আশা
মাতৃভাষা বাঁচতে শেখায়, দেয় ছড়িয়ে ভালোবাসা l
             #          #          #          #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *