মহাপুরুষগন আজ মনের আড়ালে
কিশোর ব্যানার্জ্জী

আমরা আজ ভুলে গেছি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর
কাজী নজরুল মাইকেল মধুসুদন রামকৃষ্ণ বিবেকানন্দ,সমস্ত মহাপুরুষকে।
তাদের আর মনে রাখতে চাই না অথচ এই সব
মহাপুরুষের অবদান অনস্বীকার্য,সময়ের পরিপ্রেক্ষিতে উপস্থিতিতে গলায় মালদানে
আমরা পরিপক্ক।এটা আমাদের ভুল হয়না।
তারপর যে যা পারবে কিছু সামান্য বাক্য ব্যায়
করবে হয়েগেল পালন তিথির পুণ্য সমর্থন
যবণীকাতে সকলের মিষ্টিমুখ সম্পন্ন হয়ে গৃহের
পথপাঠ,আমরা কতকি পেলাম মহাপুরুষদের
অনুপস্থিতিতেও বিশ্বের দরবারে আমাদের মত
হিন্দু বাঙালীকে বিশ্ব মুকুট উপহার দিয়েছেন
ঐ মহাপুরুষ যদি পৃথিবীতে দেখা না যেত তাহলে আমাদের মত সমস্ত মানবজাতি
কোথায় থাকত,কিন্তু আমরা কাউকে মনে রাখতে পারি না ।বলে না কথায় কথায় আছে
যারি শিল তারই নোড়া তারই ভাঙি
কি আর বলব বলার কিছু আছে কি,আমাদের
শিক্ষা জগতে এতকাল ধরে লড়াই করে শিক্ষার
আলো পৃথিবীতে এনে দিলো তা কল্পনার বাইরে।
আমরা তো কিছু দিতে পারি না,উল্টে আমরা
নিজেরটা গোছাতে পেরেছি।সেটাও বা কতটুকু
কি গোছাতে পেরেছি তাও আমাদের কান্নাকাটি
থামে না,আমাদের চাহিদা বিপুল সেটা পুরন
হবার নয় কোনদিন।আমরা প্রত্যেকেই ক্ষমতাশালীতে আগ্রহী বেশি,অর্থের যার দাপট
বেশি তার ক্ষমতা বেশি বর্তমানে অর্থের ভান্ডার
সকলের মজুত তাই বলা মুশকিল কার ক্ষমতা
সমন্ধে।এই নিয়ে চলে রেষারেষি হিংসা স্বার্থপরতা ,কেউ কাউকে বেশি গুরুত্ব দেয় না
তাহলে মহাপুরুষদের কে মান্যতা দেবে এই
টাই সমস্যা।তাদের মনে রেখে কি লাভ।
তাদের নীতি মেনে চললে জীবনে বাঁচতে পারব না,ভুলতে চাই মহাপুরুষদের।বর্তমানে অর্থই
মহাপুরুষের প্রতীক।কে রামকৃষ্ণ,কে বিবেকানন্দ,কে রবীন্দ্রনাথ আমার জেনে কি লাভ।তাই আজকে সামাজিক জীবনে মহাপুরুষ
থাক না মনের আড়ালে।
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice