“বেদনা “
মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়
******************
নিস্তব্ধ নিশুতি রাত অন্ধকার আকাশের বুকে অগন্য তারার দীপশিখা।
বসে আছি একা জানালায় রেখে মাথা,
মনে ভীড় করে বিগত দিনের কতো সে মধুর কথা।
নিশাচর পাখী উড়ে চলে যায় ডেকে,
সেই শব্দে তে কেঁপে ওঠে মোর মন।
অন্ধকারে তে একা বসে আছি ঘরে।
শূন্য এ ঘর নেই তো আপন জন।
উদ্বেগ নিয়ে কাটে মোর দিন রাত,
অভয় দেওয়ার নেই তো শক্ত হাত।
শয্যা তাহার বহুদূরে নিল পাতি,
হাসপাতালের শক্ত লোহার খাট।
সারাদিন আমি বসে থাকি তার পাশে,
চোখ ভরে আসে জল মোর অবিরত।
আর কতো আমি সহন করবো বলো?
রাত জাগা এই বিরহ দহন ক্ষত।
জানি না তো কবে পার হবে এই রাত,
অমানিশা ভরা আকাশে ফুটবে আলো।
ঘরের মানুষ ঘরেতে ফিরবে যবে,
পৃথিবী তোমায় সেদিন বাসবো ভালো।।
*****************
সেই দিন আর আমার জীবনে এলো না,
ফেরাতে পারি নি চলে গেলেন ওই না ফেরার দেশে।।
******×************