Spread the love
       

       বউ কথা কও

✍️সেখ নুরুল হুদা✍️
আমার বুকের ভিতর ছবির খাতার পাতায় পাতায়

যে স্কেচে আমি তোমাকে তৈরি করেছি

সেখানে মজনুও মৃন্ময়।

তাই আমি আন্দাজে স্বপ্নগুলো  সেলাই করেছি

ফরহাদের মতো বুকের পাথর কাটি সারাক্ষণ।


তোমার অজানতে তোমার ভিতর আছে একজন

যাকে আমি চিনি, হৃদয় দিয়ে চিনি, টেলিফোনে চিনি

চোখে না দেখলেও হৃদয় দেখতে পায়

সেইখানেই তো তুমি,

তুমি হৃদয় জুড়ে বিরাজ কর

রক্ত মাংস দিয়ে গড়া শরীর।


রাতের খোলা জানালায় বিছানা জুড়ে চাঁদের হাটে

মনের সোহাগ কল্পনার মায়াবীতে

কতবার যে বিক্রি হয়েছি, কে তার হিসাব রাখে।

তবু আখেরী সমাধানে পহরের পর পহর প্রতীক্ষা

সুবহে-সাদেকের স্নিগ্ধ বাতাসে ফজরের আজানের অপেক্ষা

“আস-সালা-তূ খাইরুম মিনান-নাউম”।

রাত কাটে, ভোর হয়, গাছের ডালে ডালে

“বউ কথা কও”, “বউ কথা কও” পাখির ডাকা-ডাকি,

আমি যেন তোমার কাছ থেকে, ভালোবাসতে শিখি।¤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *