Spread the love

শিরোনাম–প্রণাম জলধি
“” “” “” ““” “” “” “” “” “” “” “” “
নীতা কবি
*********

হে সমুদ্র!-হে রত্নাকর!, সৃষ্টির মহান সৃষ্টি!
তুমি না থাকলে কোথায় পেতাম আমরা সুন্দর বৃষ্টি?
নীল আকাশ আর নীল সমুদ্র মিশে যবে দিগন্ত-পারে
কোন অজানা সুদূরে আমরা হারায় আপন-ঘোরে।

রত্নাকর তুমি বক্ষে ধরেছো অজস্র মুক্তো-মানিক‍্যখনি
তবু তো তুমি কতো নিরহঙ্কারী, আমরা সবাই জানি
বার বার তুমি আপন করেছো মানবেরে ভালোবেসে
লহরীর পরে লহর তোলো অবহেলে, অক্লেশে।

ব‍্যথাতুর -প্রেমী ছুটে যায়, দেখে তোমার সুন্দর উর্মি
প্রেম-নিবেদনে মনে পড়ে শুধু তোমার বালুকাভূমি
পূণ‍্যস্নানে ছুটে ছুটে যায়  সমুদ্রস্নান লাগি
অতন্দ্র-প্রহরীসম তুমি দেব! থাকো সারা রাত জাগি।

এতো সুন্দর, এতো যে মহান, কভু তব রোষানলে
মানব-হৃদয় কেঁপে ওঠে ভয়ে ধ্বংস এসেছে বলে
তোমার বজ্র-হুঙ্কার যবে গর্জে ধরণী পরে
সৃষ্টিটা বুঝি যাবে রসাতলে, এই ভয়ে সব মরে।

মহান পৃথিবীর মহান সৃষ্টি! তোমার তুলনা তুমি
বহু মানুষের অন্নদাতা, তোমার চরণ চূমি।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *