Spread the love

শিরোনাম–নিউ-ইয়ার
কলমে–নীতা কবি
**************

বিদায় দু-হাজার -কুড়ি, অনেক দিলে-নিলে
সুস্বাগতম কুড়ি-একুশ এসো হেলে-দুলে
সব কিছু শুভ আর সুন্দর হোক
সুন্দরের মেলাতে ভরে যেন চোখ।

সাথে করে নিয়ে যাও যত ব্যাধি, মহামারী
আতঙ্কমুক্ত জীবন চাই আমাদের সবাকারই।

আসছে নতুন বছর সবে হও তৈয়ার
সকলকে হাসি মুখে বলো ভাই নিউ ইয়ার।
থলে হাতে চলে সবে বাজারের পানে তাই
পাই যদি ইলিশ কি ভেটকি বা কাঁকড়াই
কেক আর পেষ্ট্রিতে ভরে দিল ঘর সব
বাচ্ছারা তাই নিয়ে করে সব কলরব।

পিকনিকে যেতে হবে খেতে হবে মাংসভাত
পিঠেপুলি গুড় মিঠে আরো কত পাঁচ- সাত।
ও পাড়ার গিন্নীরা যাচ্ছে যে পূরীতে
আমাকেও নিয়ে চল জলপাইগুড়িতে।
জগন্নাথ দর্শনের ইচ্ছেটা ছিলো খুব
সমুদ্র-সিনানে গিয়ে গোটা ছয় দেবো ডুব।

ছোটোবড়ো বুড়োবুড়ি সকলেই যাচ্ছে
জয় জগন্নাথ বলে শোরগোল তুলছে
নতুন বছর যেন হয় শুভ সুন্দর
ভায়ে ভায়ে সম্প্রীতি থাকে যেন ভরপুর।
ক‍্যানসার মহামারী থাকবে না দেশে আর
প্রেম আর প্রীতিতে ভরে যাবে সংসার।

বিশ-কুড়ি চলে গিয়ে কুড়ি-একুশ আসবে
সকলের মনে তাই নব-আশা জাগবে
মরসুমি ফুলের শোভা ভরে দেয় চারিদিক
যে বাগানেই যাও কেন, গাঁদাফুল পাবে ঠিক।

ভারত মাতার চলো করি সবে জয়গান
শপথ নিলাম সবে বাঁচাতে দেশের মান
মা আর মাটিতে নেই কোন অন্তর
সকলকে হতে হবে নিষ্পাপ অন্তর।