Spread the love



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

🥀বসন্তের আগমন🥀

✍️জয়দেব বেরা✍️

ওগো বসন্ত, তুমি শীঘ্রই প্রকৃতিতে করো আগমন
তোমারই পথ চেয়ে বসে থাকে এই প্রকৃতি সর্বক্ষণ।
তুমি বিনা এই প্রকৃতি সাজিতে নাহি পারে
আপন মনে মনে,
সবাই পথ চেয়ে বসে আছে তোমার আগমনে।
তোমার অপেক্ষায় অপেক্ষা রত
এই প্রকৃতিকূল
এরা হলো কৃষ্ণবিরোহী রাধা সম
কোকিল,নদী,ফুল ও আম্র মুকুল।
তোমার রূপের ডালি দিয়ে রাঙিয়ে দাও
মানুষের অনুভব ও চিত্ত,
ওগো বসন্ত তুমি বিনা এই প্রকৃতির
সৌন্দর্যই অসম্পৃক্ত।
বসন্ত এলেই প্রকৃতির মতো রঙিন
হয়ে ওঠে মানুষের মন
তাই তো বলি ওগো বসন্ত,
তুমি শীঘ্রই প্রকৃতিতে করো আগমন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কবি পরিচিতি-

নাম- শ্রী জয়দেব বেরা

পিতাও মাতা- পিতার নাম রিন্টু বেরা ও মায়ের নাম মানসী বেরা।

জন্মস্থান- তিনি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনপুর গ্রামে ১৯৯৭ সালে১২ই আগস্ট জন্মগ্রহণ করেন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শিক্ষা জীবন- তিনি ২০১৩ সালে মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোবিন্দচক শ্রী দুর্গা হাইস্কুল থেকে,এবং তিনি ২০১৫ সালে উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন দৈউড়িবাড় কিরণ প্রভা বিদ্যা মন্দির থেকে। উচ্চমাধ্যমিক স্তর থেকেই সমাজতত্ত্বের(sociology)প্রতি ছিল উনার যথেষ্ট অনুরাগ। বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে ২০১৮ সালে তিনি সমাজতত্ত্ব অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে বি.এ পাশ করেন। তারপর তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে সমাজতত্ত্বে এম.এ ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হন। তিনি হুগলির শ্রীরামপুর কলেজ থেকে ২০১৮ সালে সমাজতাত্ত্বিক ড.শ্রীবাস গোস্বামীর তত্ত্বাবধনায় ‛Applied sociology’ এর উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন এবং ২০১৯ সালে Post Graduate Diploma In N.G.O. Management (A.U)ও M.S.W(NSOU) ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কর্মজীবন- তিনি এখনোও কর্মজীবন সে ভাবে শুরু করেননি। এখন উনার বয়স ২২ বছর। বর্তমানে তিনি সমাজতত্ত্বের গৃহ শিক্ষকতার সাথে নিযুক্ত।

গ্রন্থ – ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ও প্রকাশনীতে তার সমাজতত্ত্ব সম্পর্কিত ও সাহিত্য সম্পর্কিত বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে।তিনি উচ্চমাধ্যমিক স্তরের টেস্ট পেপার (WBHA) এবং উচ্চমাধ্যমিক সমাজতত্ত্বের একটি সহায়িকা পুস্তক রচনা করেন এবং তিনি ‘ সমাজতাত্ত্বিকদের ইতিবৃত্ত’ নামে সমাজতত্বের আরও একটি পুস্তক রচনা করেন । তিনি ” কবিতার ভেলা ” নামে একটি কাব্য গ্রন্থ রচনা করেন এবং তিনি জাগরণ নামে একটি প্রবন্ধের বইও লেখেন। তার লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো “কবিতায় মার্ক্সবাদ”। এছাড়াও তিনি উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের ছাত্র – ছাত্রীদের জন্য ” উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের সাফল্য” নামে একটি বই লেখেন। তার লেখা একাধিক প্রবন্ধ,গল্প,কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রাপ্ত সম্মান – সাহিত্যের লেখালেখির জন্য তিনি বেশ কিছু লেখনী সম্মানও (দুইরত্ন সন্মান,কল্পরত্ন সন্মান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সন্মান, কবিরত্ন সন্মান, মুকুর শারদীয়া সন্মান-২০১৯,মুকুর লেখনী সন্মান-২০২০, মুকুর সাহিত্য সংকল্প সন্মান প্রভৃতি) অর্জন করেন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *