শিরোনাম -খেটে খায়
কলম -রীতা বসু।
***************
ভোর না হতে বেরিয়ে পড়ে
লোকাল ট্রেনটা লাফিয়ে ধরে
ঘুমাতে ঘুমাতে যায়
বালিগন্জে ট্রেন হাল্কা হয়
ওরা সবাই নেমে যায়
যার যার বাড়িতে সবাই ঢুকে পড়ে।
দাদা বৌদির চা হবে, বাসন মাজা হবে, তারপর কাপড় কাচা, ঘরবাড়ি মোছা = কাজ কি আর একটা?
বৌদিকে রান্নায় সাহায্য করে
বকুনিও খায় ফাঁকে ফাঁকে,
দুচোখ ভরে জল আসে,
বাড়িতে যে রেখে এসেছে রুগী মানুষটিকে।
বিকেল হলেই ছটফট করে,
চা-জলখাবার গুছিয়ে দিয়ে
ছুটে ফিরতি ট্রেনটা ধরে,
স্বামীর জন্য ওষুধ কেনে,
ঘরে ঢুকতে নটা বাজে,
আবার লেগে যায় কাজে।
এই ওদের নিত্যকার জীবন!
ওরা সারাদিন খেটে খায়!
এভাবেই ওরা সংসার চালায়!
*********************
Subscribe to our newsletter!
[newsletter_form type=”minimal” button_color=”#F39C12″]