Spread the love

“শিরদাঁড়া”
নীলাঞ্জনা সাহা।
মাতৃজঠরে পরম মমতায় হাড় রক্ত মাংসে শিরদাঁড়া
অপরিণত তুলতুলে শিরদাঁড়ায় অমৃত সুধার স্পর্শ।
কৈশোর হতে যৌবন প্রাণবন্ত শিরদাঁড়া
সুধারসে সুগঠিত শিরদাঁড়ায় কালির আঁচড়
সাদা-কালোর তফাৎ এর দোটানায় নত শিরদাঁড়া
স্বৈরাচার স্বেচ্ছা তন্ত্রের আঘাতে ভাঙ্গন শিরদাঁড়ার।
কাঁকর মৃত্তিকায় রুপান্তরিত শির
মৃত্তিকা হারায় শির ভিন্ন খামখেয়ালি পাগল হাওয়ায়।
স্বপ্নের আঘাতে কালবৈশাখীর দংশনে অজান্তেই জেগে ওঠে অনুভুতির সূচাগ্র সম।
যদি কভু অজানা ধরে শক্ত হয় শির, শাণিত বাক্যবাণে ত্রস্ত হবে নতশির !
যে অমৃত সুধা লৌহসম শিরদাঁড়া করলে ধারণ,
হায় অবধ , কেন তারে আচম্বিতে বিসর্জন দিয়েছো নিজেও কাপুরুষতার ছোবলে;
তোমারে পোক্ত করে ,অসহায় আজ অপক্ত শিরদাঁড়ায় স্থান বৃদ্ধাশ্রম।
                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *