Spread the love

কবিতা : ভাউজি 
কবি : সাইবানী বর্মন 
ভাউজি তোমরা কোনটে যান
ভাউজি কয়- শুকির নাকচে কাদো খ্যন ।
ঢালুযা খোপা আউলি জাছে,
আরও তো বিচন তুলি বার আছে ।
তোর দাদা গেইছে টোটো ধরি,
আর মুই মরচুঙ ধরপরি ।
দেওরা কয় মুচকি হাসি,
আরো তোমরা পোষেন খাষি ।
গোরা রং তোমার হইছে কালা
ভাউজি তোমার ক্যনে এতো জ্বালা ।
        পন্তা খালুং দুপর বেলা
          তোর দাদার ঐ জূয়া খেলা ।
হাঁস কইতোর পাখেনা শুকায়
দ্যওয়ার বোধায় ঝরি আসিবার চায় ।
         শুকির নাগচুং ধান,
চায়না বোরো,
বৈকালে আসিয়া…..
         এ্যকেনা বোসতা ধর ।
        দ্যওরা তো হইলেক বেজায় খুশি
         ভাউজির ভিততি দ্যখে মুচকি হাসি ।
    ভাউজি কয় রাইতোত এটেকোনা খান
শিদলের স্যকা আনদিবার চাং ।।
*****************************
ঘোকসা ডাঙা, কোচবিহার 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *