একটা মন দেবে?
-:সুমন চক্রবর্তী:-
একটা মন দেবে আমায়?
যে বুঝবে আমার কথা।
যত্ন করে পুষব তারে,
ভুলব সকল ব্যথা।
একটা মন খুঁজছি আমি,
যেথায় মিলবে সকল সুর।
লক্ষ বাণী রচনা হবে,
হব না মোরা দূর।
একটা মন পেতে হবে,
যেখানে রবে না আর কালো।
সকল তারা ঝিক মিকিয়ে,
আনবে সেথা আলো।
একটা মন চাই আমার,
যে দুঃখেও পায় সুখ।
তার কাছেতে জুড়িয়ে যাবে,
কান্না ভেজা বুক।
একটা মন পাবই আমি,
যেথা মিলছে এসে আকাশ।
চল সেখানে ছুট্টে যাই,
সুখে করি বাস।