Spread the love

একগুচ্ছ গান- রচনায় মোঃ মাইনুল ইসলাম

গান – ১
ভারতবর্ষ মহা এক নাম

            ( গান)

ভারতবর্ষ মহা এক নাম এক চাঁদের দেশ।
কত তারায় আকাশ ভরা নাই তার শেষ।
কত ধর্মের প্রার্থনা পুঞ্জে ধন্য এই ভূমি।
মানুষের মঙ্গলে পূর্ণ মানবতার সেরা জমি।
এক সুরে বাঁধা সকল ভাষা সকল বেশ।
ভারতবর্ষ মহা এক নাম এক চাঁদের দেশ।

মানব প্রেমে মানুষ বানিয়েছে এক স্বর্গ।
এক পতাকার নীচে দাঁড়িয়ে করি একতার গর্ব।
ভাই ভাইকে ক্ষমা করি যাহা হয় ভূল।
মুক্ত প্রেমের বন্দনাতে ভোলায় জাতি কুল।
এক মাতার সন্তান মোরা এক বুকে আছি বেশ।
ভারতবর্ষ মহা এক নাম এক চাঁদের দেশ।

আকাশে চূড়া হিমালয় ঝর্ণায় প্রেম ছন্দ তোলে।
উঁচু মাথা নিয়ে জগতে পিপাসা মিটায় জলে।
নানা রূপ নানা সুবাস এক বাগানের ফুল।
কত পাতা কত গাছে একই সবার মূল।
বিশ্ব স্মৃতির তাজমহলে প্রেমের নাই শেষ।
ভারতবর্ষ মহা এক নাম এক চাঁদের দেশ।
কত তারায় আকাশ ভরা নাই তার শেষ।


গান – ২

আমার সূর্য হারিয়ে গিয়েছে#

আমার সূর্য হারিয়ে গিয়েছে আকাশে,
শুধু আঁধারেতে সূর বাজে বাতাসে,
ভেবে ছিলাম বুঝবে তুমি আসবে ফিরে,
একা থাকার যাতনা আজ আমায় ঘিরে,
আজো চেয়ে বসে থাকি পথের পাশে,
আমার সূর্য হারিয়ে গিয়েছে আকাশে ।

তোমার কষ্টে চাপা আছে জমানো ব্যথা,
বুকের মাঝে ঢাকা মনের যত কথা,
সিঁদুরের কৌটো আজো রেখেছি তুলে,
তোমার সাথে কাটানো সময় যাইনি ভুলে,
বৃথা সময় চলে যায় তোমারি আশে,
আমার সূর্য হারিয়ে গিয়েছে আকাশে।

জীবন হয়েছে মলিন ধূপদানি ভ’রেছে জালে।
দুঃখের বরফ গলে দু’নয়ন ভরা জলে ।
আলো নিভে গেছে চাঁদ ডুবেছে সীমানায়।
পথ হারানো পথিক কীরণ কোথায় পায় ?
শেষ বেলাতেও যদি বসতে পাশে এসে।
আমার সূর্য হারিয়ে গিয়েছে আকাশে।
শুধু আঁধারেতে সূর বাজে বাতাসে।


গান- ৩
চাঁদ ডাকে সূর্য ডাকে#

চাঁদ ডাকে সূর্য ডাকে আলোর দেশে আয়।
ধর্ম বর্ন মিলে নতুন দিশার পথে যায়।
রবির কিরণ চাঁদের আলো সবার তরে জ্বলে।
জাতি ভেদ নেই তাদের আলোর পথে চলে।
ভেদাভেদ সৃষ্টি করে বিভেদ আঁধার নামে হায়।
চাঁদ ডাকে সূর্য ডাকে আলোর দেশে আয়।

তারা ডাকে জোনাকিরে,মোদের একই জাতি কুল।
মানুষ কেন ভাবেনা মানুষ এক বাগানের ফুল।
জ্যোতির পথে রবি শশীর নাই কোনও আচার।
কেন ধর্ম দিয়ে মানুষ করে মানুষের বিচার ?
আদি মাতা পিতা এক, সবাই সবার ভাই।
চাঁদ ডাকে সূর্য ডাকে আলোর দেশে আয়।

মাটির দীপ আকাশের চাঁদ এক সূত্রে বাঁধা।
মাটিরদেশে মাটির মানুষ লাগায় ধর্ম ভাগের কাঁদা।
দেখো তারারমালা এক জৌলুসে ভরা অনন্ত কাল।
শরীরে মোদের রক্ত আছে সব মানুষের লাল।
ধর্ম আঁটা ডানা ছাঁনার কোনও শক্তি নাই।
চাঁদ ডাকে সূর্য ডাকে আলোর দেশে আয়।
ধর্ম বর্ণ মিলে নতুন দিশার পথে যায়।


গান- ৪
🌽মা ওগো মা🥭

মা আআ আমার মাআআআ ওগো মাআআআ।
আমার স্বপ্ন দেখা মা আ আ আ আ আ আ আ ।
মাটির বুকে থাকবো আমি থাকবো ধানের শিষে।
সকাল বেলায় দেখবে তুমি আছি শিশিরে মিশে ।
নদীর গানে কলতানে থাকবো ঢেউ তুলে।
ঝর্ণা জলে ছন্দ তালে নামবো দুলে দুলে।
গাছের ডালে দিবো দোলা ছড়িয়ে দু’খান পা।
মাআআআ আমার মাআআআ ওগো মা আআ।
আমার স্বপ্ন দেখা মা আ আ আ আ আ আআ।

কাশের শিষে হাসি দিবো বসন্তে কোকিল গান শোনাবো।
হাজার ফুলে পাখনা মেলে মধু খেয়ে যাবো।
বৃষ্টি হ’য়ে মেঘের বুকে রিম ঝিম ঝরবো সুখে।
বাদল ফাঁকে রোদের ঝাঁকে চাইবো হাসি মুখে।
বায়ুহয়ে ঘূর্ণি খেলায় ছুঁয়ে থকবো তোমার গা।
মা আআ আমার মা আআওগো মাআআআ।
আমার স্বপ্ন দেখা মা আ আ আ আ আ আ ।


গান- ৫
🍜 যদি তুমি আসো কাছে 🍜

যদি তুমি আসো কাছে জীবন সঁ’পে দিবো।
নব পথে স্বপ্ন রথে তোমায় তুলে নিব।
তোমার চোখের ভাষা নিয়ে গাইবো নতুন গান।
জীবন বিচার তারে তারে তুলবো সুরের কলতান।

মরণ পারবেনা কেড়ে নিতে তোমারই শুধু রবো।
তুমি যদি আসো কাছে জীবন সঁ’পে দিবো।

মরুর পথে তুমি এই প্রানের পিপাসা।
চোখে দেখে স্বাদ মিটেনা যায়গো রয়ে আশা।
রাস্তা ভোলা মরীচিকার পথে তুমি মরুদ্যান ।
আশ্রয় পেলে জুড়িয়ে নেবো তৃষ্ণার্ত মন প্রাণ ।
থাকলে পাশে দুঃখ সাগর জয় করে নিব।
তুমি যদি আসো কাছে জীবন সঁ’পে দিবো।

এ জনম নয় কিছু তোমার আমার কথা ছাড়া।
তুমি বিনে আমি পথিক পান্হশালায় আছি ভাড়া।
নেই কিছু এ জগতে তুমি ছাড়া চাওয়া ।
শূন্য বুকের প্রেম রত্ন তোমার কাছে পাওয়া।
চাইলে তুমি প্রানটাও নজরানা দিয়ে যাবো।
তুমি যদি আসো কাছে জীবন সঁ’পে দিবো।
নব পথে স্বপ্ন রথে তোমায় তুলে নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *