কবিতা : উদ্বাস্তু
দুলাল প্রামানিক
*****************
আমার চেনা পৃথিবী অচেনা আজ
ফুসফুসে তাই অচেনা বাতাস
শঙ্খনাদ উদ্ভট –পোকায় খাওয়া বীজ অপর্যাপ্ত ঘুমে মস্তিষ্কের থ্যালামাস
উড়ুউড়ু মন অস্তিত্ব সংকটে
শিক্ষায় অন্ধকার মধ্যযুগীয় আইন
চেতনাকে গ্রাস করে যেন পাইথন
বিভীষিকার মুখ দেখি, বিভৎস চোখ
শ্বাপদ-ভয়ে ছোটাছুটি ঠিকানা খুঁজি
সবার আছে, কিন্তু আমার ঠিকানা নেই
হন্যে হয়ে খুঁজি নিরাপদ বিশ্বাস
ঘুম -ঘর উপচে পড়া সুখের আশ্রম
ঠিকানার ফুটপাত ধরে তোবড়ানো মুখে
ঘামরক্ত নিংড়ানো নির্ভেজাল সুখ
আমার চেনা পৃথিবীর মুখ অচেনা হলে
হারিয়ে যাওয়া আমার আমাকেই চিনি
আমিই হয়তো উপেক্ষিত যাযাবর
গৃহহীন উদ্বাস্তু এক অনন্য জীব পৃথিবীর
——————–: :———————-