Spread the love

কবিতা -আধুনিকা

কলমে ✒️-আজহারুল হক

রাতের আকাশ অন্ধকারে সমাহিত হোক,
মাটির উপর কুরুক্ষেত্রের ধারাটুকু বিরামহীন,
ব্যালকনির নীচে রাস্তায় মানুষের পদচারনায়
এখনো আসেনি মন্দা ; অফিস ফেরত
আধুনিকার কফির কাপের ধোঁয়া
কুণ্ডলী পাকায় মনের গোলোকধাঁধায়,
সেলফোনের মায়াবী আলোয় দেখা মুখে
থমকে আছে সারাদিনের বাস জার্নি আর
অফিসের ধকল, জোড়া জোড়া চোখের
আশাদীপ্ত ফল্গুরাশির ঢেউ আছড়ে পড়ে
তার তরতাজা নবীন হৃদয়ে-রয়ে গেছে শেষ রশ্মিটুকু,
আবার বসতে হবে ল্যাপটপ নিয়ে
হিসেবের বাহুডোরে, ধীরে ধীরে যন্ত্রের
শেকড় নবীন মস্তিস্ক ছেড়ে বাথটাব
হয়ে ঢুকে গেছে রঙীন প্রজাপতির গায়,
কল্পিত আকাশগুলো ফেটে গেছে জলের বুদবুদে ।
………….       ………….       ………….       ………….

কবি পরিচিতি -জন্ম ১৯৭২ সালের ৪ঠা জানুয়ারী বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম আনোয়ারুল হক । তিনি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ।
রানীগঞ্জ টি. ডি. বি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি’তে M. A. পাশ করেন। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে LL. B তে ভর্তি হন কিন্তু ফাইনাল ইয়ার এর পরীক্ষা না দিয়ে হাই স্কুলে ইংলিশ শিক্ষক হিসেবে কাজে যোগ দেন । এখনও তিনি ঐ পেশাতেই রয়েছেন ।
লেখালেখি স্কুল জীবন থেকেই । বেশির ভাগ লেখাই অপ্রকাশিতই রয়ে গেছে ।

বর্তমানে তিনি বীরভূম জেলার বাসিন্দা ।

One thought on “আধুনিক – আজহারুল হক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *