Spread the love

কবিতা:দিনকতেক আগু

✍️মধুসূদন মাজী✍️
ছিলা ছকরাগলার এমন উমতানি,আর মকমকানি ন
মনে হৈছ্যে যেমন উয়ারা সমুদ্দু মন্থনের অমিত্তি পায়্যেছ্যে !
সিধাত্যে গেলি ত বৈলল্যেক
ক্যাইল বাদ পরশু লিউ ইয়র পৈড়ব্যেক
উট মানাবার লাগ্যে জিনিসপাতি ,রঙ জগাড়
পাকা রাস্তায় লেখার লোক খুঁজা ইসোব চাই ।
তুমারা মান্ধাত্তার আমলের লোক ইগলা বুঝব্যে নাই ।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখন ত সোবে পোষের মাঝ রে?
এখন লৌতোন বছর কি কৈরে হব্যেক?
তোর দাদু- দিদিট না খাত্যে পায়ে-
মনের অনুরাগে ঘর ছাড়্যে চৈল্যে গেল ,
তাবাদে আর আতা- পাতা নাই খ !
ঘরের কথা?উটোও বৈলত্যে হব্যেক
ভিতরলে চাল্হের ফাঁক হৈত্যে চাঁদমামা,
দিনবেলি ভিতরলেই রোদ পুহা যায় !
সেই ঘরের ছিলা হৈয়্যে ত্যুই বৈলছিস–
পাকা রাস্তায় রঙ দিয়্যে লেখত্যে হব্যেক !



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদেশীদে সঙে সঙ দিয়্যে লৌতোন বছর মানাবি !
লৌতোন বছরট আস্যে কি পাল্ট্যে গেল শুনি–
ধানবেড়্যা,ইঁটাভাটা,চা দকানে
কয়লা,পাথর,বালি খাধানে
লিত খাটয়া যারা কাজ কৈরছিল
ঐনদিনের পারা আজ্যোও গেল ।
বেলাডুবুর সময় ঘুইরব্যার বেলি
চাল,ডাইল,তরি -তরকারি আনব্যেক
তবে খাবি ।লিজের ত ভোগাট জুটাবারও
মুরাদ নাই ।মুহে আর বড় বড় কথা !
লৌতোন বছর তছর কন্হ লয়
সোবৈই এক্যেই রৈহভ্যেক —
শুধো কেলেন্ডারট পাল্টিব্যেক !
মান্ধাত্তার আমলের লোকটর কথাট শুন্যে লে–
পোকোটে পয়সা রৈহল্যে রোজই লৌতোন বছর ।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *