Spread the love

আজ আর কাল ফিরে আসবে না

কলমে : নীল মিত্র 

****”***********

 

আজকে চোখ বুজলে কাল হবে দুইদিন,

 

মৃত্যু যে চরম সত্য ভুলে যাই আমরা একদিন।

 

আজ যারা আপনার তারাও মনে রাখবে না,

 

তোমার জন্য তখন আর কেউ কাঁদবে না।

 

 

যাদের জন্যে সারাজীবন করে গেলে শুভ কামনা,

 

পরের দিন তারাই তোমায় আর চিনবে না।

 

সময় থাকতে সামলে যাও, শুদ্ধ কর এই মন,

 

ভালো কাজই সাথে যাবে, পড়ে থাকবে সকল ধন।

 

 

আগুনে পুড়িয়ে নিজের মনকে করো খাঁটি,

 

শেষে মিলবে আড়াই গজ জায়গা নয়তো হবে মাটি।

 

মোহ মায়ার টানে বিধাতার বিধান ভুলো না,

 

পাপ পূণ্যের হিসেব দিতে হবে, কেউ ছাড় পাবে না।

 

 

চুল্লির ভিতর আগুন জ্বলবে, মাটির নীচে আঁধার,

 

ঐ ঈশ্বর-ই তোমার আত্মা-টাকে করবে পারাবার।

 

দেহটাকে সঁপে দিয়ে চলে যাবে জন আপনার,

 

ব্যস্ত হয়ে যাবে সবাই নিজের নিজের কাজে সবার।

 

 

মিথ্যে মায়ার এই দুনিয়া ক্ষনিকের ঠিকানা,

 

আসা যাওয়ার মাঝে কেউ তো আপন হবে না।

 

নিজের পথে চলতে হবে, কেউ সাথে যাবে না,

 

সময় থাকতে আমল কর, নয়তো সুযোগ আর পাবে না।

 

 

নাম : নীল মিত্র

 

বেহালা

 

 

কবি পরিচিতি

 

———————-

 

 

কবি নীল মিত্র বলে যাকে সবাই চেনেন তার কবিতার জন্য, তার জন্ম কলকাতা শহরে। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। শিক্ষাগত যোগ্যতায় বিশেষভাবে উল্লেখযোগ্য উচ্চশিক্ষা গ্রহণ করেছি Oxford University থেকে এবং MBA in Marketing।

 

লেখার প্রতি আমার ভালোবাসা খুব ছোট বয়স থেকেই। বিভিন্ন পত্ৰ পত্রিকাগুলোতে আমার লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে। মোহিনী সাহিত্যদীপ পত্রিকার সভাপতি পদে রয়েছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *