Spread the love
     🧚‍♀️🧚‍♀️ আকাশ জুড়ে চাঁদ পরীরা 🧚‍♀️🧚

            ✍️সেকেন্দার আলি সেখ✍️
আকাশ জুড়ে চাঁদ পরীরা ওই হাসে 
চাঁদের আলো ছড়িয়ে পড়ে —–
সব ঘাসে l 
ফুলের বনে নাচতে থাকে  সব পরী 
মাথায় দিয়ে স্বর্ণ-মুকুট  সাত ভরি l 
নাচতে থাকে ফুলের বনে দোদুল দোল 
সেই নাচেতে ঢেউ তুলেছে নদীর কোল  l
আকাশ নামে সবুজ গাছের ওই ধারে 
রুপোলি চাঁদ—
কাটছে সাঁতার গাঙ-পারে l 
রাত-পাখিরা ফিরছে বাসায়
সেই ভোরে l 
ভোরের বাতাস শুকনো মাঠে ছুটছে বেশ 
সূর্য আলোয় উঠলো হেসে আমার দেশ l 
     🌞     🌞     🌞     🌞     🌞   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *