Spread the love


আমার হৃদয় ঘরে ইচ্ছে করে
আপন মনে করছ কেমন খেলা!
সকাল সকল বেলা,কেমন তুমি
দিলে নাতো দেখা,রাখলে কেবল একা!
আপন হতে আপন, তবুও কেমন গোপন!
চোখের মাঝে দৃষ্টি, মেঘের বুকে বৃষ্টি
রবির মাঝে কিরণ, রূপের বিচ্ছুরণ।
অতুল তুমি, কেমন রূপে রয়েছ গোপন!
কখন দিবে দেখা,সাথেই আছ তবুও —
কেমন একা! আসবে নাকি, দিবে ফাঁকি!
দুধে জলে মিশামিশি, যায় না চোখে দেখা,
কেমন তুমি, আমার আমি- নিত্য খুঁজে যাই,
কোথায় তারে পাই!গোলকধাঁধার খেলা,
ঘনিয়ে এল বেলা,খেলার হবে শেষ।
কৃপা তোমার বাঁধন বিহীন, অপার রাশি
তোমার বাঁধনে বন্দী আমি,নই তো আমি,
যেখানে যাও সেখানে যাই,তোমাতে আমাতে —
তুমি কাঁদলে আমি কাঁদি,তোমার হাসিতে হাসি।।

রচনাকাল (২৮ শে অগ্রহায়ণ ১৪২৯ সাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *