কবিতা : হ্যাসকল
কবি – কৃষ্ণকলি বেরা
মনের দেহে জ্বলন্ত
সিগারেটের ছেঁকা,
নিভন্ত ওই চুল্লিতে তবুও
আগুন নেই,
এস প্রেক্ষাপট, তোমার
অপেক্ষাতেই আছি প্যাকেটভর্তি
সিগারেটের ছাই নিয়ে,
দেশলাইয়ের কাঠিতে
গলন্ত কপাট,
খোলার পথ নেই,
ভিতর থেকে রুদ্ধ দ্বার,
ধৃতিমান করাঘাত করাঘাত।।।
কবি পরিচিতি :
নাম ~ কৃষ্ণকলি বেরা.
পিতা ~ ঁপরেশ চন্দ্র ঘোষ.
মাতা~ ঁলীলা ঘোষ.
শিক্ষাগত যোগ্যতা~ইতিহাসে স্নাতোকত্তর(M.A in History).
অনুপ্রেরণা ~ মা
কোন কোন পত্রিকায় লেখা
প্রকাশিত ~ আলোর সন্ধানে পত্রিকা,
ইছামতি পত্রিকা,
অনুরাগ পত্রিকা,
সাহিত্যচেতনা,
চূর্ণী সাহিত্য প্রাঙ্গন পত্রিকা
জাগৃতি পত্রিকা.
————-********———–
কাব্যিক ভাবপ্রকাশ। কবির জন্য শুভ কামনা।