#হাঁসি_মুখে_দাওগো_বিদায়
✍️কবিতা_সামন্ত✍️
বুকটা ভাঙে বলতে গেলে,
বন্যা বয়ে চোখের জলে।
অগ্নিশিশু অগ্নিশিখায়,
প্রাণ দিয়েছে মাতৃ ভালোবাসায়।
গলায় পড়েছে ফাঁসির দড়ি,
দেশপ্রেমেরই লড়াই লড়ি।
আঠারো তখন হয়নি পার,
কাছে শমন এসে দাঁড়ালো তার।
পায়নি ভয় এতোটুকুও সে,
মাকে সে যে জীবন দিয়ে ভালোবাসে।
বীর শিশুর ওই আত্মবলিদান,
কবি নজরুল তাই লিখেছেন গান।
একবার বিদায় দে মা ঘুরে আসি…
হাসতে হাসতে কেমন গলায় পড়েছে ফাঁসি।
গোটা বাংলার চোখের জলে,
বীর ক্ষুদিরাম গেলেন চলে।
গর্জে ওঠেছে আর বেশি বীর সন্তানরা,
আনন্দে তাই ক্ষুদিরাম আত্মহারা।
যাবার বেলায় দেখেছিলো চোখে,
দাঁড়িয়ে আছে মায়ের সন্তানরা রুখে।
চিন্তা আর নাইকো আমার,
কতো সন্তান যে খেয়াল রাখবে আমার মার।
একদিন স্বাধীন হবেই আমার মা বোন ভাই,
তাই হাঁসতে হাঁসতে পরবো ফাঁসি গলায়।
হারতে আমি শিখিনি তাই করিনি আত্মহত্যা,
বিদায় আমার মা ভাই বোন বিদায় ভারত মাতা।
বিদায়ের সময় কাছে এসেছে আমি চলে যায়,
হাঁসি মুখে তাই সবাই আমায় দাওগো বিদায়।