অপেক্ষায় থেকো/মোফাজ্জেল হক
তুমি অপেক্ষায় থেকো
আমি আসবো একদিন ভোররাতে
জানলার সার্সিটা রেখো খুলে
বাইরে দাঁড়িয়ে আমি
জ্বালবো একটি দেশলাই কাঠি
বুঝে নিও আমি এসে গেছি।
পথে পড়বে অনেক বাধা
পার হতে হবে তিনটি মাঠ সিধা
আর থাকবে একটি নদী
সেটাও দিতে হবে পাড়ি।
বাঁধা থাকে একটি ছোট্ট ডিঙি নদীর ঘাটে
বাইতে হবে নিজ হাতে
যদি না থাকে মাঝি তাতে
জোয়ার থাকলে ভালো
আর ভাটি হলে চিট কাদা ঠেলো।
ধুতে হবে পা সামনের ডোবায়
তারপর এগিয়ে যাওয়া পায় পায়
এমনি করে পৌঁছে যাব খামারবাড়ি
সেখানে অপেক্ষায় থাকবে তুমি।
কথামতো জ্বালবো দেশলাই কাঠি
দেখতে পাবে তুমি নীলাভ আলো একটি
নিঃশব্দে খুলে দেবে দরজাটি
সম্পন্ন হবে দীর্ঘ প্রতীক্ষার আলিঙ্গনটি।
সেদিন চুপি চুপি ফিরবো আমি গোপনে
আর একদিন আসবো আমি সবাইকে জানিয়ে
বর -বেশে তোমাকে নিয়ে যাব বলে।