স্মরণ রেখো- খগেন্দ্রনাথ অধিকারী
স্মরণ রেখো
খগেন্দ্রনাথ অধিকারী
______________________
অপাত্রে দিওনা ফুল
অর্ঘ্য দেবার আগে
মনে রেখো কর্ম তার
মানুষের কারণে।
১৯৩২ সালে
জিন্না -আম্বেদকর
জাতপাতধর্ম কেন্দ্রিক
দাবিকে সামনে আনে
পূর্ণ স্বাধীনতার দাবি
সমর্থন করতে।
সর্বোদয়ে অটল গান্ধী
আজাদ রাধাকৃষ্ণান গিরি
যোশী -লাহিড়ীরা পাশে,
তবু তা ভেস্তে গেল,
মরলো মাতঙ্গিনী
ভেঙ্গে দিল সতীশের সরকার,
৪৬এর দাঙ্গা হোল,
Great Calcutta Killing,
আম্বেদকর সভ্য তখন
গভর্নর -কাউন্সিলে।
দুপাঞ্জা যার ভিজে গেছে
শহীদের শোণিতে,
ফতেমা -ফুলেদের দেশ
আজিও বিষাক্ত দারুন,
যাঁর সর্বনাশা তত্বে,
এপাপ রাখবে কোথায়?
কায়েমী স্বার্থের ঠুলি
খুলে ফেল চোখ থেকে
ঠাওরাও মানুষকে।