Spread the love

স্বার্থপরতা

********************
এক ছাদের তলায় এক গুষ্টি
কেমন একসঙ্গে দিন কাটাতো !
আর আজ একই এজমালি বাড়িতে
চার ছেলের চার হাঁড়ি ;
তবু ঠোকাঠুকির শেষ নেই।
স্বার্থপরতা আগেও ছিল,
তবে গেরস্ত তা দমিয়ে রাখতে জানতো ;
তাই সুখ অসুখ হয়নি,
জীবন একা হয়নি ;
একাকীত্বের যন্ত্রনায় মুহ্যমান হয়নি মানুষ।
আজ যে আমি আমির সংসার,
আমার আমার সব
শুধু নিজের দিকে ঝোল টানা ;
ভাগ দেবনা কাউকেই।
মুক্তি নেই, 
মুক্ত হতে চায় না যে কেউ ;
থাক্ মন একার একায় !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *