Spread the love

সূর্যদেবের যাদুকাঠি

জন্ম- মৃত্যু- বিবাহ, জীবনের অঙ্গ
ঘাত- প্রতিঘাত, প্রতিনিয়ত সঙ্গ।
উত্তান-পতন, নিয়তির পক্ষ।
দৈনন্দিন অসংখ্য খেলাঘর,
ভাঙ্গা-গড়া পৃথিবীর চলমান সঙ্গ।
রাতের শেষে নতূন প্রভাত,
নতূন সূর্যোদয়ের আগমন বার্তা।

সূর্যোদয়ে সুপ্রভাত নবশক্তিময়,
নব চিন্তার উদ্ভব ঘটায়।
উদ্ভিদে যেমন আলো প্রয়োজন,
লাগে মানব দেহেও আলো।
আলো ছাড়া জীবন অন্ধকার,
অন্ধকারেই সর্বনাশের ইঙ্গিত।
আলো ছাড়া পৃথিবী মৃত,
নিত্য দিন সূর্যোদয় অপরিহার্য।

সূর্যোদয় জগৎ করে আলোকিত,
স্বপ্ন-সাধনা- কামনা-বাসনা,পূর্ণ।

পৃথিবী জুড়ে দিন রাত্রির জাদুকাঠি
সূর্যদেবের হাতে, পূর্ব আকাশে।

উজ্জ্বলতায় ভরে ওঠে, বিশ্ব জগৎ,
আনন্দোৎসব সূর্যদেবের অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *