Spread the love

পরমাণু কবিতা (দশটি)
কলমে-শিপ্রা দে
🌱🌱🌱🌱🌱🌱
(1)
@যৌথ পরিবার @
যৌথ পরিবার, সুখী পরিবার,
আনন্দে মেতে উঠুক যেন আরেকবার ।।

(2)
@বিপদ@
বিপদে যেন না আসি পিছিয়ে,
যাবো আমরা সবাই এগিয়ে ।।

(3)
@বটের ছায়া@
মা -বাবা যে বটের ছায়া,
সন্তানরা যে তাদের মায়া ।।
[
(4)
@ঋণী@
মায়ের কাছে সবাই ঋণী,
মাকে দাও সম্মান হবেই ধনী ।

(5)
@ঈশ্বর@
ঈশ্বর আছে মম অন্তরে,
ঈশ্বর যে নেই আর মন্দিরে ।।

(6)
@একা@
এসেছি একা যাবো একা,
শেষ সময়ে সবই তো ফাঁকা ।।
[
(7)
@শারদীয়া উৎসব@
শারদীয়া উৎসবে করো না রোশনাই,
দুঃখীজনের পাশে দাঁড়াও সবাই ।।

(8)
@মায়ের আগমন @
কৈলাস ছেড়ে মায়ের আগমন,
মর্ত্যের মানবগণ সত্যি কী ভাগ্যবান?।

(9)
@পূজার আনন্দ @
পূজার আনন্দ করো সবাই,
দূরত্ব বজায় রেখে চলো ভাই।।
[
(10)
@দুর্গা@
নই আমি মৃন্ময়ী দেবী দুর্গা,
আমি হলাম গৃহিণী দুর্গা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *