✍️সাগর হালদার✍️
মন ভালো নেই
নেই… নেই…
উদাসী সকালের বুকে
শুধুই আতঙ্ক।
কেউ ভালো নেই!
একাকী চিত্তে বই নিয়ে
একলা হাতে বসে আছি
মন চলে গেছে——–
কোনো এক প্রান্তরে
স্বপ্নভঙ্গ হয়ে দেখি,
সেখানেও অসুখ ধাওয়া করেছে
আবার ছুটে হয়ে যাই গৃহবন্দী।
মন ভালো নেই
কেউ ভালো নেই——
কোনো প্রান্তে।