কবিতার নাম -সমাজ
লেখনী – পমি দও
ওহে সমাজ?
কিসের এ আমাদের সমাজ¡
কার সমাজ¡
মানবিকতা হীন কিছু মানুষের
গড়ে তোলা এই সমাজ।।
জানালা দিয়ে শুনলাম
এক কুমারী মেয়ের আর্তনাদ
দৌড়ে এগিয়ে দেখলাম
কিছু বললাম না, কি ভাববে¡
উফঃ আমাদের এই সমাজ।।
আমিও তো এক নারী
একবার তো ভাবলাম না
কোন মেয়ের আর্তনাদ
মেয়েটি আমারও তো হতে পারতো
ওহে সমাজ ¡ আমাদের সমাজ।।
আমিও তো বাস করি এই সমাজে
আমাদের হাতে গড়া এই সমাজ
নৃশংস অত্যাচারিত হয়ে
রাস্তা দিয়ে হেঁটে আসা
মেয়েটিকে দেখে মুখ লুকানো
সমাজ,
আমাদের সমাজ ।।
আমরা আছি থাকবো
এই দূর্বল মিথ্যা সমাজে
উচ্চ গলায় চিৎকার করে বলছি
ওহে সমাজ – – –
আমাদের মুখোশ পরা
সমাজ।।