সময় তুমি একটু থামো
হান্নান বিশ্বাস
***********
সময় তুমি একটু থামো
জীবনটা কে গুছিয়ে নিই,
পড়াশোনার বাদবাঁকীটার
শাংসাগুলো হাতিয়ে নিই।
চাকরি করার স্বপ্ন দেখে
সব পরীক্ষায় নাম জপা,
সাফল্য-কে ধরতে গিয়েই
হয় বয়সের শেষ-রফা।
বাড়িটা নয় হাল ফ্যাশানের
চোখ পড়েনা কারো তাই,
ফ্যাশন করে রঙ ফেরালেই
সবার নজর কুড়িয়ে পাই।
সময় তুমি একটু থামো
ভোটের টিকিট পাই যদি,
জনসেবার মধ্য দিয়েই
নিজের দুঃখের ঋণ শোধি।
ব্যাবসা বড্ড আঁটো সাটো
পাশ ফেরালেই ঠেকছে গা,
একখানি বাড়বাড়ন্ত-য়
চাইছি যেটা, হবে তা।
চাকরীটাতে মন ভরেনা,
বেতন-ই বা পাই কত?
ওটা একটু বৃদ্ধি পেলে
সময় যাবে জুত মত।
শুধু ব্যাবসা? বড্ড ধোঁয়াশা,
লাভ কি অতই সোজা?
নেতা অথবা মন্ত্রী হলে
বুক পকেটেই যম গোঁজা।
দু-চাকাটায় হ্যাংলা লাগে
চার চাকাতে ভাব ভারী,
কোর্টের রঙে প্যান্ট মেলানো
দেখতে লাগে মান-ধারী।
মনটা যেন দামড়া গরু
বুঝতে চায়-না কিছু,
সুখপাখিটা ধরতে গিয়ে
চলে আলোর পিছু পিছু।
সবই হল জীবন গেল
যমদুতের-ই দ্বার গোড়ায়,
ফেলে আসা জীবন স্মৃতি
আফসোসেতে মন পোড়ায়।