শীতের আলপনা
কলমে : হরিহর বৈদ্য
————————-
হেমন্তের ই মধুর পরশ
ছোঁয়ায় এল শীত,
খুশির মেলায় মতলো ভুবন
দেখি চারিদিক।
পৌষ মেলা পিঠে পোলার
আনন্দে মশগুল,
ধান কৃষিতে ভরল গোলা
ফুটছে নানান ফুল।
নলেন গুড়ের মিষ্টি সুবাস
ভরিয়ে দিল মন,
চাষির মনে খুশির আমেজ
আনন্দে প্লাবন।
ম্যাজিক খেলা বইয়ের মেলা
বসলো গড়ের মাঠে,
বাচ্চা বড় সবাই ছোটে–
শীতের সুপ্রভাতে।
শীত এলে তাই সবাই খুশি
নতুন গরম জামা,
এমন দিনে সবার আপন
মোদের সূর্যমামা।
মাতলো সবাই মোয়ার মজায়
কিংবা খেজুর গুড়ে,
সবুজ মাঠে ঘুমায় শহর
শীতের কাঁথা মুড়ে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]