দেখিনাতো
***********
✍️শিপ্রা দেবনাথ(টুলটুল)✍️
কোথায় তোমার সদ্ভাব
দেখিনা তো?
যা দেখি সেটা তো শুধু আমার সাথে
তোমার ভাবেরই অভাব।
ভেবেছিলাম তো তোমায়
আমার অরণ্যের বৃক্ষ
সবুজের ছোঁয়ায় সজীবতা পেতে চেয়েছিলাম
কেন তাহলে এত রুক্ষ আমার মন উপবন?
কেন সেখানে শুষ্কতা বিরাজ করছে!
আমার ভরা প্লাবনে কোথায় তুমি
হতে পেরেছো বাঁধ
হ্যাঁ তুমি শুধু আমার মধ্যে মিটিয়ে নাও
তোমার মনের যত সাধ।
হ্যাঁ তুমি ভাবো আমাকে আসবাব
বহুল ব্যবহৃত ব্যবহার করার
স্বভাবটাকেই বলছো তোমার মনের ভাব।