কবিতা – লেজ কাটা গাই
**********************
শোনো আমার দুঃখের কথা তোমাদের শোনাই,
আমি এক চতুষ্পদ প্রাণী
আমি এক লেজ কাটা গাই।
মানুষ হলে বলতো আমায় ঠুটো জগন্নাথ ।
তবে আমাদের সমাজে কেউ কিছু বলে না,
পাই সবার সাথে।
শুধু মাছি মশার অত্যাচারে পারি না লেজ নাড়াতে¡
তাইতো তারা আরাম করে রক্ত চোষে দিনে-রাতে।
শুধু এটুকুই কষ্ট নয়, আরও কষ্ট রয়েছে মনে,
সৌন্দর্য আমার সামনে শুধু,
কারণ লেজ নেই যে আমার পিছনে ইয়া লম্বা দড়ির মতো,
আগায় একগোছা চুলের বাহার ।
আগে ছিল বেশ সুন্দর এখন তা নেই আর।
চারপায়ে চলি লেজ নাড়িয়ে যখন চলি রাস্তা বা মাঠে,
গায়ে মশা কিংবা মাছি পড়লে দিতাম বারি সেই সেঁটে।
এখন ওসব স্মৃতি আমার।
পারি না আর করতে তাই,
কারণ পিছনে লেজ নেই আমার।
আমি এক লেজকাটা গাই