Spread the love
ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলার মেঘনা পাড়ের সেই ছেলেটি;

আলহামদুলিল্লাহ সৃষ্টি কর্তার দয়ায় মেঘনার অবহেলিত পরিবারের সেই ছেলেটি এখন জাতীয় ভাবে জাতির সেবায় নিবেদিত- শৈল্পিক চিরন্তন বাণী লেখক, কবি ও সাংবাদিক এবং অভিজ্ঞ চিকিৎসক: তিনি অনেক কষ্টের জীবন যাপন থেকে পরম গুরুজনদের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলেছে
ছেলেটির নাম- মোঃ মিজানুর রহমান ও
তার লেখক নাম- ডা.মিজান মাওলা
পিতা- মোঃ আলী বেপারী
মাতা- মোসাঃ জাহানুর বেগম
কবি পরিবার- মা-বাবা সহ ৩ ভাই ও ৪ বোনের মধ্যে কবি সবার বড়ো

কবি নিবাস- গ্রাম গোবিন্দপুর পো:- মেমানিয়া উপজেলা- হিজলা জেলা- বরিশাল।
কবি জন্ম এক‌ই উপজেলার অন্তর্গত হরিনাথ ইউনিয়নের মহিষখোলা গ্রামে পৈতৃক নিবাসে ১৯৮৪ ইং সালে জন্ম সেখান থেকে মাতাপিতা সহ দাদি নানি ও নানার আদরে শিশু জীবন গড়ে উঠে তার পরক্ষনেই ছাত্র জীবনের প্রথম অংশ মামা ও খালাদের এবং পরবর্তীতে অন্যান্য আত্নীয় স্বজনের মাধ্যমে অনেক দুঃখ কষ্টে শিক্ষার ফলপ্রসূ লাভ করেন তিনি ক‌ওমী শিক্ষার অন্তরায় ফাজিল পর্যন্ত লেখা পড়া করেও বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করেন।
কবি এক কন্যা সন্তানের জনক হয়েও সাদাসিধে জীবন যাপনে করেন এবং তিনি অতীতকে মনে রেখে গরীব অসহায় মানুষের কথা স্মরণ করে দেশ ও জাতির হয়ে লিখেন দিনক্ষণের সমসাময়িক চেতনায় প্রবন্ধ নিবন্ধ ইতিহাস ও শিশু কিশোরদের জন্যে ছড়া আর কবিতা যে কবিতায় আদর্শ ফোটে মানবতার এবং খবরের কাগজে লিখেন বিশেষ ঘটনা প্রবাহ তথ্য তুলে ধরেন দৈনিক সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় বিশেষ কলাম লেখেন।

যিনি ছাত্র জীবন থেকেই গ্রাম মহল্লার ভালো পাঠক হিসেবে পরিচিত লাভ করেন এসময় তিনি আবেদন নিবেদন সহ যেকোনো বিষয়ে চুক্তি পত্র খবর পত্র ও স্বজনদের চিঠি পত্র পড়া লেখা ইত্যাদি বিষয়ে লেখা লেখি করতেন এবং তিনি অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ছাত্র জীবনে লজিং মাস্টার হয়ে এমনকি প্রাইভেট টিউশনি করাতেন।
দাখিল পাস করার পর থেকে পেশ ইমাম ও খতিব হিসেবে একাধারে ৫বছর চাকরি করেন ও তার পাশাপাশি ছোট খাটো ওয়াজ মাহফিল করতেন এবং খন্ডকালীন শিক্ষকতাও করেছেন তিনি ২টি ঔষধ কোম্পানীর চাকরি সহ বিভিন্ন জাতীয় প্রশিক্ষণের মাধ্যমে আত্ন প্রশিক্ষিত যুব কর্মী অত্র হিজলা উপজেলার শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কৃত।
প্রশিক্ষণের মাধ্যম গুলোর ধাপ বর্ননা-
১। ক্বারী আনা মুয়াল্লিম ট্রেনিং
২। পপুলেশন সার্ভিসেস ট্রেনিং সেন্টার- পিএসটিসি
৩। ইপিআই (স্বাস্থ্য) স্বেচ্ছাসেবক সদস্য ৪। দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ
৫। ত্রোয় মাসিক যুব‌উন্নয়ন প্রশিক্ষণ
৬। ইন্টারন্যাশনাল ইউথ গ্রাজুয়েশন ট্রেনিং
৭। আয়ুর্বেদিক চিকিৎসক ট্রেনিং(বেসিক ফার্মাসিউটিক্যালস)

এমনকি উক্ত প্রশিক্ষণের আলোকে ভ্রাম্যমাণ প্রশিক্ষক হিসেবে পরিচিত।
৮। ফার্মাসিস্ট রেজিঃ ৫২০৩৭/৯
৯। আনসার ভিডিপি প্রশিক্ষণ
১০। সমাজ সেবা প্রশিক্ষণ
১১। প্যারামেডিকেল কোর্স
১২। সমবায় প্রশিক্ষণ
যার উৎসাহে প্রতিষ্ঠা – রহমানিয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ (বি ডি-৩৪১)
যার পরিচালনায়- মিজানুর রহমান ত্রি-কল্যাণ ফান্ড এন্ড পাঠাগার
১৩। ইমাম প্রশিক্ষণ
১৪। জেনারেল সার্ভেআমিন ও নকশা কারক রেজিঃ ৪২৪০৬/১২
১৫। কারিগরি বিশ্ববিদ্যালয় কর্তৃক- আরটিভি
১৬। হারবাল চিকিৎসক(রাফকো)
১৭। আয়ুর্বেদিক চিকিৎসক- আর্গন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
১৮। মডেল মেডিসিন সপ (ফার্স্ট টাইম ইন বাংলাদেশ)

উপরোক্ত প্রশিক্ষণের অভিজ্ঞতায় তিনি ১৯৯৯ থেকে চিকিৎসা পেশায় নিয়োজিত হয়ে একজন অভিজ্ঞ সুচিকিৎসক ও সমাজের একজন সুনাম ধন্য সংগঠক এবং পৃষ্ঠপোষকতায় সাদা মনের মানুষ হয়েও তার পাশাপাশি-
সাংবাদিকতায় ২০০৭ থেকে অদ্যাবধি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক প্রতিনিধি হিসেবে মিডিয়াতে কাজ করেন:-

১। দৈনিক রুপালী বাংলা
২। দৈনিক ভোরের অঙ্গীকার
৩। দৈনিক বরিশাল বার্তা
৪। দৈনিক দক্ষিণাঞ্চল
৫। দৈনিক জনতা
সবগুলোতেই (হিজলা উপজেলার প্রতিনিধি) ও হিজলা প্রেসক্লাবের ২ ট্রাম  নির্বাচিত অর্থ সম্পাদক।
৬। মাসিক ইসলামী বার্তা- বরিশাল জেলা প্রতিনিধি
৭। নির্বাহী সম্পাদক- সাপ্তাহিক জনমন ৮। মাসিক শিশু-কিশোর স্বপ্ন (বরিশাল জেলা প্রতিনিধি)
৯। ক্রাইম প্রেট্রল ইনভেস্টিগেশন(CPI- ২৪.কম) স্টাফ রিপোর্টার
১০। সাপ্তাহিক অভিযোগ প্রিন্ট ও অনলাইনে অভিযোগ ২৪.কম এ – বিশেষ প্রতিনিধি।

তারপরেও মাঝে মধ্যে আরো অনেক দৈনিক, সাপ্তাহিক, মাসিক, প্রিন্ট বা অনলাইনে প্রকাশ করেন অনেক লেখা।
এখন তিনি নিয়মিত সাহিত্য চিন্তায় মগ্ন থাকেন কখনো সমসাময়িক একটি ছড়া বা কবিতা অথবা জাতীয় কোন বিষয় ভিত্তিক লেখার জন্য চিন্তা গবেষণা করে থাকেন।

তিনি ধর্মেকর্মে ন্যায় নিষ্ঠাবান ও অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর গরীব দুঃখী মানুষের বিনয়ের বন্ধু সমাজ সেবক হিসেবে ২নং মেমানিয়া ইউপি নির্বাচনের ২০১১ তে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানেও তিনি দু চক্রের খপ্পরে পড়ে মাত্র ৫ভোটে হেঁড়ে যান, তারপরেও তিনি জনজীবনে থেমে নেই জাতীয় রাজনীতিতে জাতীয় ভাবে প্রতিবাদী সৈনিক হয়ে বিভিন্ন সভা সমাবেশে ও মানব বন্ধনে মিডিয়া চ্যানেলে লাইভে জাতির স্বার্থে অংশগ্রহণ করে থাকেন।

সাহিত্য চেতনায়:- যিনি ২০১৩ সাল থেকে অদ্যাবধি অনলাইনে নিয়মিত ফেসবুকে লিখেই চলছেন তার অনুভূতি গুলোর যে সব বিষয়ে লিখেন – ছড়া ও কবিতা হাজারেরও বেশি এবং স্বাস্থ্যকর টিপস, ইসলামী টিপস, জমাজমি সংক্রান্ত টিপস, বাণী, প্রবন্ধ, জানা অজানা তথ্য সংগ্রহ ইতিহাস ইত্যাদির আলোকে প্রকাশিত অনেক যৌথ কাব্যগ্রন্থ ও প্রকাশিত মাসিক ম্যাগাজিন এবং অন্যান্য দৈনিক পত্রিকা মাধ্যমে বর্তমানের আলোচিত ব্যক্তিত্ব এবং তিনি এখন লেখক ও কবির যৌথ কাব্যগ্রন্থ বলী নিম্মরুপ:-
১। মাসিক কিশোর কলম
২। ত্রোয় মাসিক বরিশাল
৩। নারী শ্রম
৪। মাসিক ইসলামী বার্তা
৫। সাহিত্য সাময়িকী একুশে ১৮
৬। কবিতার ডায়রি- ১
৭। কবিতার ফ্রেম
৮। দ্বিপ্রান্তিক ভাবনা
৯। কাব্যের ভেলা
১০। নিঃসঙ্গ কবির কবিতা
১১। আলোর দিশা
১২। শ্রেষ্ঠ কবির পথে নব প্রার্থী
১৩। মন ছুঁয়ে যায়
১৪। মাসিক সাহিত্য পানসী
১৫
১৫। মাসিক সাহিত্য তরঙ্গ
১৬। দিগন্তের নীলিমা
১৭। অভিযাত্রী-২,
১৮। রূপসীর বাংলা
তিনি কবি ও লেখক হিসেবে চেতনায় সেরা অভিনন্দন ও শুভ কামনা

প্রাপ্তিতে সম্মাননা গুলোর বর্ননা:-
১। বাংলাদেশ আজাদ সাহিত্য সংসদ (বাসাস) পুরস্কার ও সম্মাননা ২০১৮
২। আল্পনার কবিতা সাহিত্য- সম্মাননা
৩। শখের কবিতা সাহিত্য- সম্মাননা
৪। হিলফুল ফুজুল সাহিত্য কানন(হিফুসাকা)- সম্মাননা
৫। কথা ও কাব্য সাহিত্য পরিষদ- সম্মাননা
৬। নীলপদ্ম সাহিত্য পরিবার- সম্মাননা
৭। শব্দ নগর সাহিত্য- সম্মাননা
৮। একুশে বর্নমালা সাহিত্য পরিষদ- সম্মাননা
৯। কপোতাক্ষ সাহিত্য অঙ্গন- সম্মাননা
১০। সাহিত্য বন্ধন পরিবার- সম্মাননা
১১। বালাগঞ্জ শীতল পাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ- সম্মাননা
১২। পাকনেত্র সাহিত্য পরিষদ – সম্মাননা
১৩। পাবনা সাহিত্য লিপি- সম্মাননা
১৪। মাগুরা জেলা সাহিত্য একাডেমী- সম্মাননা
১৫। মাসিক সাহিত্য পত্র
১৬।  কাব্যের ভেলা সম্পাদনা কর্তৃক- সম্মাননা
১৭। মৌচাক সাহিত্য পরিষদ – সম্মাননা
১৮। কবি কনিকা সাহিত্য আড্ডা
১৯। কবির কলম সাহিত্য সংগঠন
এরপরেও তিনি অনেক ব্যস্ততার কারণে  অনেক সাহিত্য আড্ডা ও কবি সাহিত্যিক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তারপরও সকল সাহিত্য প্রেমী শুভানুধ্যায়ীদের শুভ কামনা করেন এবং বিশেষ ভাবে কবি ও ছড়াকার আসলাম প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমনকি তার মাধ্যমে কিছু কিছু সাহিত্য আড্ডায় নিয়মিত অংশগ্রহণ করেন নিম্নে তাহার পরিচয় তুলে ধরলাম-

১। বিশ্ব কবি লেখক ফোরাম এর সদস্য ২০১৭ ইং
২। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলাদেশ লেখক পরিষদের সদস্য ২০১৮ ইং
৩। সাহিত্যের বন্ধন পরিবার সদস্য ২০১৯ ইং
৪। গাঙচিল সাহিত্য আড্ডার সদস্য ২০১৯ ইং এবং অন্যান্য সকল সাহিত্য আড্ডার গ্রুপেই লেখা পোস্ট করে সকল কবি ও লেখকদের সংঙ্গে আছেন।

যিনি এতো ব্যস্ততার মাঝেও সমাজ সেবামূলক বিশেষ কিছু সংগঠনের সাথে জড়িত তাদের পরিচয় নিম্নে তুলে ধরছি-
১। সু-শাসনের জন্য নাগরিক-সুজন এর  সদস্য, পল্লবী থানা কমিটি ঢাকা-১২১৬,
২। রিক এর পরিচালনায় নাসফ কর্তৃক ৬নং ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক
৩।
এরপরেও কবি ডা.মিজান মাওলার লেখা ছড়া কবিতা ও প্রবন্ধ এবং তথ্যবহুল ঘটনা প্রবাহ মাঝেমধ্যে যে সমস্ত মিডিয়ার পত্রিকা বা সাহিত্য-সংস্কৃতি সংগঠক প্রকাশ করে থাকেন নিম্মে তাদের নাম প্রকাশ করছি-
১। তানজিনা টিভি সাহিত্য পাতা
২। আজিজ পাঠাগার
৩। দৈনিক বায়ান্নর ডাক
৪। দৈনিক ক্রাইম তালাশ
৫। দৈনিক স্বাধীন বাংলা পিরোজপুর
৬। দৈনিক তারুণ্যের আলো
৭। তথ্য ও যোগাযোগ প্রতিদিন
৮। কাব্যপট পত্রিকা
৯। মাসিক নতুনতারা
১০। মাসিক তাক‌ওয়া
১১। সময়ের গর্জন
১২। মাসিক জাগ্রত বিবেক
১৩। মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকা
১৪। আলোকিত সাহিত্য সাময়িকী
১৫। ত্রৈমাসিক আলোকিত দাওরাই
এছাড়াও কবি ডা.মিজান মাওলার লেখা বিভিন্ন ফেসবুক গ্রুপে ও দেশি-বিদেশি অনেক পত্রিকার টাইমলাইনে বা ইনবক্সে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে।

কবি এতদসত্ত্বেও হাজারেরও উর্ধ্বে লেখার পান্ডুলিপি আকারে ভাসমান লেখা অনলাইনে ও ডায়রির পাতায় তবে একক বা নিজেস্ব ব‌ই করতে পারেনি তাই দেশ ও জাতির স্বার্থে প্রচার ও প্রকাশে শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনা স্বাগত শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *