মোদের মাতৃভাষা বাংলা
কবিঃ-শম্পা ঘোষ
প্রকৃতির বুকে রয়েছে বাংলা কতো গাছ-ফুল-পাখী
বাংলায় আছে রবীন্দ্রনাথ-বিবেকানন্দ-বীর সুভাষের বানী
বাংলার সৌন্দর্য্য দর্শন করতে চায় কতো বিদেশীর পিপাসিত আঁখি।
বাংলা ভাষা মোদের গর্ব জন্মেছি এই বাংলায়
বাংলায় কতো সিদ্ধপীঠ আছে আর আছে স্মৃতিভরা সৌধ
জন্মেছি এই বাংলায় তাই গর্বের সহিত আনন্দে যেন বাংলার গান গায়।
কোলকাতার রসোগোল্লা বিখ্যাত মিষ্টি
জয়নগরের মোয়াকে ভুললে কি চলে?
বর্ধমানের সীতাভোগ-মিহিদানায় ও পড়ে সবার দৃষ্টি।
নানা জাতির মেলবন্ধন ভারতবর্ষ দেশ
নানা জাতির নানা খাবার প্রিয় কিন্তু মাছে-ভাতে বাঙালি
ভারতবর্ষের মধ্যে রয়েছে আমাদের বাংলা বেশ।
বাংলায় আছে ইষ্টবেঙ্গল-মোহনবাগান
আছে ঘটি-বাঙালের খুঁনসুটি গল্প
কন্ঠে রয়েছে রবীন্দ্রসংগীত আর আছে নজরুলের গান।
বাদ কখনো যাবে না বাংলার হস্তশিল্প
পূজা-পাবন হয় বারোমাস
মেলা-খেলাতে ও রয়েছে বাংলা মন ভরে না অল্প।
দেশে ছড়িয়ে আছে অজস্র ভাষা
তবুও যেন আপন ভাষা সবার সেরা
প্রবাসী হয়েছো ,ভুলে যেওনা বাংলা মোদের মাতৃভাষা । ।