মানতে হয়
—————
অপ্রতিম বন্দ্যোপাধ্যায়
*———————–*
জীবনে কত কিছুই তো মেনে নিতে হয়
ছোটবেলায় বাবা-মা, রাশভারী কাকা-পিসি
পাড়াতুতো দাদা,
তারপর ইস্কুল-কলেজে মাস্টারমশাইদের সাবধানবাণী
সবই মানতে হয়।
মানতে হয় অভিজ্ঞতালব্ধ জ্ঞান জীবনে চলার পথে
না’হলে ঠোক্কর খেতে হয়,
প্রেমিকাকে দেওয়া কথা না মানলে সম্পর্ক টেকে না।
মানতে হয় স্ত্রীর কথা-আবদার বিবাহিত জীবনে
নচেৎ, সমস্যা অনিবার্য।
বয়সের মেঘে যে বেলা বাড়লো, তাও মানতে হয়।
এই মেনে নেওয়াটাই জীবন
কারণ, কথায় আছে —
যে সয় সে রয় ।