Spread the love

মনের কমরেড
__________________
প্রবীর কুমার গুহ
__________________
এতদিন শুধু দেখেছি দেওয়ালে,
শুনেছি কন্ঠ কোন সে খেয়ালে_____
তুমি ছিলে সে তো ছায়া কমরেড,
অচিন পাখির রোদ্দুর !

আচমকা দেখি এলে সম্মুখে_____
গেঁথে দিয়ে গেলে কি যেন আবেশে,
ঝলক হলো উপুড় !

তোমাকেই খুঁজেছি_____
কত মিছিলে মিছিলে,
কোন্ সে প্রান্তে লুকায়ে যে ছিলে ;
তাই আলাপের ক্ষণ ,
হয়ে ছিল বন্ধুর !

এমন’ই তো খোঁজে
সব হারা যে____
বঞ্চনা যত ক্ষোভে ভাষা দেবে ;

অসহায় যত,
আশায় স্মরিবে_____
তীব্র আঘাতে জ্বালাবে পোড়াবে ,
যত অন্যায়
অবিচার শ্রেণিশত্রুর !

এভাবেই থেকো
হৃদয়ের মাঝে,
অহমিকা যেন না তব
গ্রাসে ;

মাটি ছুঁয়ে রেখো স্থির বিশ্বাসে _____
বাতাসে বাতাসে
দেখো কমরেড,
সবাই মেলাবে সুর !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *