💥করোনা💥
✍️ভুবন বন্দ্যোপাধ্যায়✍️
নিজে নিজে সচেতন
হও তাড়াতাড়ি,
করোনাটা হবে নাতো
আর বাড়াবাড়ি ।
দিন রাত ভয় শুধু
কর ভাই কেন ?
এসেছিল কত রোগ
কতবার হেন ।
প্রতিবার আমরাই
করেছি তো জয়,
সব কিছু একে একে
হয়ে গেছে ক্ষয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চুড়র, বীরভূম