Spread the love

ভাষা দিবস
              দুলাল প্রামানিক

একুশ আমার অহংকার, একুশ আমার প্রেম
একুশ আমার বর্ণমালা, একুশ আমার গর্ব
আমার জীবনের সবকিছু, আমার হৃদয় আকাশ
আমার বাড়ির সামনের উঠান , হাঁটি হাঁটি পা
বিরহী যক্ষের হা হুতাশ,
শিশুর কান্নার আধো আধো বুলি,
কষার লালায় বর্ণ পরিচয়- অ আ
একুশের চেতনা , একুশের অন্ধকার
আমার চেতনায় সূর্যের এক চিলতে হাসি
জীবনের জ্বলন্ত দুপুরে আমার চাওয়া পাওয়া
সময় আছে পথঘাট আছে– সবকিছু
আমার জীবনের বিরহ বেলার গান —
বাংলা, আসাম,বরাট, শিলচরের–শহীদ
জীবন্ত আমার হৃদয় দেবতা :
সালাম, রফিক, বরকত, জাব্বার ।
——————–:   :———————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *